
ভোটে না জিতলে আত্মহত্যার হুমকি, কুলখানিতে মহিষ খাওয়াতে বলে লিফলেট
প্রকাশ: ০৪ জানুয়ারি ২২ । ২১:০৪ | আপডেট: ০৪ জানুয়ারি ২২ । ২১:০৪
রাজবাড়ী প্রতিনিধি

ছাপানো লিফলেট ও সদস্য প্রার্থী রিপন আলী খান
নির্বাচনে বিজয়ী হতে না পারলে দিয়েছেন আত্মহত্যার হুমকি। এ কথা জানিয়ে প্রকাশ করেছেন লিফলেট। মৃত্যুর পর কুলখানিতে মহিষ জবাই করে মানুষকে খাওয়ানোর কথাও বলেছেন এতে। এ অভিযোগ রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী রিপন আলী খানের বিরুদ্ধে।
বুধবার অনুষ্ঠিতব্য পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বৈদ্যুতিক পাখা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। এই ওয়ার্ডে মোট ছয় প্রার্থী রয়েছেন।
পেশায় ব্যবসায়ী রিপন একই ইউনিয়নের বাগদুলি গ্রামের রতন আলী খানের ছেলে। এ লিফলেটকাণ্ডে এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। তবে রিপন অভিযোগ অস্বীকার করে বলেছেন, কে বা কারা এ লিফলেট দিয়েছে তিনি জানেন না।
এ-ফোর আকারের কাগজে কম্পিউটার কম্পোজ করা এ লিফলেটে শিরোনাম দেওয়া আছে ‘নির্বাচনের সমর্থন চাই’। এরপর লেখা হয়েছে, ‘আমার নির্বাচনী প্রচারে কিছুটা বিলম্ব হওয়ায় সবাই আমার ভুল ধরেছেন। কেন আমি সবাইকে বলিনি যে, আমি নির্বাচন করতে ইচ্ছুক।’ নির্বাচনে পরাজিত হলে এজন্য ৩০ জনকে দায়ী করে তাদের নামও উল্লেখ করা হয়েছে। যাদের মধ্যে রিপনের বাবা রতন আলী খানের নামও রয়েছে।
লিফলেটের তৃতীয় প্যারায় পরিবার ও আত্মীয়-স্বজনের প্রতি অনুরাগ উল্লেখ করে লেখা হয়েছে, মৃত্যুর পর তার সন্তানকে যেন ভালোভাবে মানুষ করা হয়। এ ছাড়া কোথায় তার জানাজা পড়ানো হবে, কোথায় দাফন করা হবে- সেসবও উল্লেখ করা হয়েছে। লিফলেটের শেষে লেখা হয়েছে, যদি নির্বাচনে পরাজিত হওয়ার কারণে তার মৃত্যু হয় তাহলে তার কিনে রাখা মহিষটি জবাই করে যেন কুলখানিতে খাওয়ানো হয়। আর বিজয়ী হলে মহিষটি মানুষকে খাওয়ানো হবে।
এ ব্যাপারে জানতে চাইলে রিপন আলী খান বলেন, ‘এসব আমি করিনি। কে করেছে জানি না। মহিষ কেনার বিষয়টিও সঠিক নয়।’
মৌরাট ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও পাংশা উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মাহবুব হোসেন জানান, বিষয়টি তিনি শুনেছেন। এটি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের পর্যায়ে পড়ে না। তবে এমন কাজ করা উচিত হয়নি।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com