হাসপাতাল ছেড়ে বাসায় ফিরলেন কাজী হায়াৎ

প্রকাশ: ০৭ জানুয়ারি ২২ । ১৫:০৩ | আপডেট: ০৭ জানুয়ারি ২২ । ১৫:০৩

বিনোদন প্রতিবেদক

 হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন পরিচালক, চিত্রনাট্যকার ও অভিনেতা কাজী হায়াৎ। শুক্রবার জানা গেলো হাসপাতাল ছেড়েছেন তিনি।

পিটিসিএ করানোর পর আজ তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইউনাইটেড হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা সাজ্জাদুর রহমান শুভ।

৪ জানুয়ারি মধ্যরাতে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি কাজী হায়াৎ। এর আগে গেল বছরের ৯ ডিসেম্বর হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে নেওয়া হয় তাকে। 

১৯৭৪ সালে পরিচালক মমতাজ আলীর সঙ্গে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন কাজী হায়াৎ। ১৯৭৯ সালে ‘দি ফাদার’ সিনেমা পরিচালনার মধ্য দিয়ে পূর্ণ পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। অর্ধশত সিনেমা পরিচালনা করেছেন তিনি। তাঁর বেশির ভাগ সিনেমায় রাজনৈতিক অস্থিরতা ও সমসাময়িক জনদুর্ভোগের চিত্র দেখানো হয়

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com