
বন্ধুত্ব চাই তবে আগ্রাসন চাই না: হাফিজ
প্রকাশ: ০৭ জানুয়ারি ২২ । ১৫:৪৭ | আপডেট: ০৭ জানুয়ারি ২২ । ১৫:৫২
সমকাল প্রতিবেদক

মেজর (অব) হাফিজ উদ্দিন আহমেদ ফাইল ছবি
বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, 'ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই। ভারতীয় আগ্রাসন চাই না, চাই সমতা মর্যাদা ভিত্তিতে প্রতিবেশীর সঙ্গে বসবাস করতে চাই, বন্ধুত্ব চাই। তারা আমাদের শত্রু নয়। তারা আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে এটা সাধুবাদ জানাই।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স রুমে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ লেবার পার্টি ফেলানী হত্যা দিবসে আগ্রাসন বিরোধী কনভেনশনের আয়োজন করে।
মেজর হাফিজ বলেন, 'ভারত মানবতাবাদে উদ্বুদ্ধ হয়ে সাহায্য করেছে তাদের চিরশত্রু পাকিস্তানকে দুর্বল করার জন্য। আজকে পাকিস্তানে যেমন ভারতীয় দালাল নেই, তেমনি ভারতে পাকিস্তানি দালাল নেই। অথচ বাংলাদেশে অসংখ্যক ভারতীয় দালালে ভর্তি হয়ে গেছে।'
পররাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে সাবেক এই সেনা কর্মকর্তা আরও বলেন, 'প্রতিদিন সীমান্তে হত্যা করা হচ্ছে, অথচ কী করছে বাংলাদেশ সরকার? জবাব দিয়েছেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী। বলেছেন, বাংলাদেশের নাগরিকরা বিএসএফকে আক্রমণ করেছেন তাই বিএসএফ গুলি চালিয়ে বাংলাদেশিদের হত্যা করেছে। এই যদি হয় একজন মন্ত্রীর কথা তাহলে মুরাদ (সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসান) ও পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে পার্থক্য কী? এই দেশ যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে অথচ আজ মানুষ ভোট দিতে যেতে পারে না।'
হাফিজ আহমেদ বলেন, '৭১ সালে মুক্তিযুদ্ধ করেছি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। দুঃখের বিষয়, আজ একটি গণতন্ত্রহীন দেশে বসবাস করছি। আজকে আমেরিকা কেন আমাদের দেশের বিভিন্ন সংস্থা ও ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে? সর্বশেষ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার উপর। এতে বাংলাদেশের ললাটে কলঙ্গ লেপে দেওয়া হলো। এটাতে বিশ্বব্যাপী প্রমাণিত হলো, নৈশ্য ভোটের কারিগর কারা। কারা দিনের ভোট রাতে করে। কারা জনগণের ভোটাধিকার হরণ করেছে।'
তিনি আরও বলেন, 'ট্যানেলের শেষে আলোর দেখা পাচ্ছি। বেশিদিন আর এই স্বৈরাচার সরকারের আয়ু নেই।'
বিএনপি নেতা বলেন, 'সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসানের চেহারার মধ্যে আমরা আওয়ামী লীগের চেহারা দেখতে পেয়েছি। অধিকাংশ মুরাদ হাসান এখন পানির নিচে আছে। যখন ক্ষমতার পরিবর্তন হবে তখন অসংখ্য মুরাদ হাসানের দেখা মিলবে। সেইদিন বেশি দূরে নয়। নিশিরাতে আর কোনো নির্বাচন দেশে হবে না।'
সংগঠনটির চেয়ারম্যান ডা মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যান (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ খ্রীষ্টান অ্যাসোসিয়েশনের সভাপতি এলবার্ট পি পিকস্তা, বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক অর্পণা রায় প্রমুখ।
প্রসঙ্গত, ফুলবাড়ী সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে নিহত ফেলানী খাতুন হত্যার ১১ বছর আজ। ২০১১ সালের এই দিনে ভারতীয় বিএসএফের গুলিতে নির্মম হত্যার শিকার ফেলানীর মৃতদেহ কাটাতারে ঝুলে ছিল দীর্ঘ সাড়ে ৪ ঘণ্টা।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com