
ভারতে ৭ মাস পর দৈনিক সংক্রমণ লাখ ছাড়াল
প্রকাশ: ০৭ জানুয়ারি ২২ । ১৬:৫৬ | আপডেট: ০৭ জানুয়ারি ২২ । ১৬:৫৬
অনলাইন ডেস্ক

ভারতে ১ দিনে নতুন করে ১ লাখ ১৭ হাজার ১০০ জনের করোনা শনাক্ত হয়েছেন। এর মধ্য দিয়ে দেশটিতে সাত মাসের মধ্যে প্রথমবারের মতো দৈনিক সংক্রমণের সংখ্যা লাখ ছাড়াল। এর আগে ২০২১ সালের ৬ জুন ভারতে ১ দিনে ১ লাখ ১৪ হাজার ৪৬০ জনের করোনা শনাক্ত হয়েছিল। খবর এনডিটিভির।
এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৫২ লাখে দাঁড়িয়েছে। এ ছাড়া ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় আরও বলেছে, ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সারা দেশে নতুন করে ৩০২ জনের মৃত্যু হয়েছে।
ভারতে ওমিক্রনে একদিনে ৩৭৭ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে ভারতে মোট ৩ হাজার ৭ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে মহারাষ্ট্রে।
রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ বলেছেন, মুখ্যমন্ত্রী উদ্ধভ ঠাকরে লকডাউন দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com