দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশকে টেলরের হুঙ্কার

প্রকাশ: ০৭ জানুয়ারি ২২ । ১৭:২৭ | আপডেট: ০৭ জানুয়ারি ২২ । ১৭:২৭

স্পোর্টস ডেস্ক

রস টেলর

বাংলাদেশের সাথে হারের জ্বালা কিছুতেই যেন ভুলতে পারছে না নিউজিল্যান্ড। নিজেদের ঘরের মাঠের চেনা কন্ডিশন একেবারেই কাজে লাগাতে পারেনি তারা। তবে দ্বিতীয় টেস্ট হতে যাচ্ছে হ্যাগলি ওভালে। এই টেস্টেই হতে যাচ্ছে রস টেলরের শেষ টেস্ট ম্যাচ। তাই নিজের বিদায়ী ম্যাচে বাংলাদেশকে কোন ছাড় দিতে চান না নিউজিল্যান্ডের এই শীর্ষ টেস্ট ব্যাটসম্যান।

বিদায়ী টেস্ট ম্যাচ নিয়ে টেলর বলেন, 'আমরা ১-০ তে পিছিয়ে, আমরা জানি আমাদের কিছু আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হবে। কিন্তু এটা সেই মাঠ, যেখানে আমরা জানি কিভাবে খেলতে যাচ্ছি এবং এখানে আমাদের অনেক সাফল্য আছে।'

উইকেট প্রসঙ্গে টেলর বলেন, 'আমি জিজ্ঞেস করেছিলাম এটা কি স্বাভাবিক উইকেট এবং তিনি (গ্রাউন্ডসম্যান) বললেন হ্যাঁ।' 

টেলর আরো বললেন, 'হ্যাগলি ওভালে স্বাভাবিক উইকেট মানে খুব সবজ এবং টস জেতার অর্থই হলো আগে বোলিং নেওয়া। ব্যাটসম্যানদের আরো ভালো কিছু করতে হবে, যেমনটা খেলেছিলাম মাউন্টে। আমি মনে করি মাউন্টের চেয়ে এই কন্ডিশন আমাদের সঙ্গে অনেক বেশি মানানসই। আমরা জানি কী প্রত্যাশা করতে হবে এবং এটাই ঘরে ও মাঠে থাকার ইতিবাচক দিক, যেখানে আমরা অনেক ক্রিকেট খেলেছি।'

এটি হতে যাচ্ছে টেলরের ১১২তম টেস্ট, এই ম্যাচ দিয়েই নিউজিল্যান্ডের জার্সিতে সবচেয়ে বেশি টেস্ট খেলা ড্যানিয়েল ভেট্টরির পাশে বসবেন তিনি।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com