খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

প্রকাশ: ০৯ জানুয়ারি ২২ । ২১:৫৯ | আপডেট: ১০ জানুয়ারি ২২ । ০০:৫৫

সমকাল প্রতিবেদক

হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া (ফাইল ফটো)

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে নেওয়া হয়েছে। রোববার রাত নয়টায় তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে তাকে কেবিনে স্থানান্তর করা হয়।

হাসপাতাল সূত্র জানায়, সন্ধ্যা সোয়া ছয়টায় খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সদস্যরা বৈঠক করে খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিভিন্ন দিক পর্যালোচনা করেন। সেখানে চিকিৎসকরা মতামত দেন- খালেদা জিয়া সিসিইউ থেকে কেবিনে থাকলে পরিবারের সদস্যদের সেবা বেশি পাবেন। এছাড়া তার শারীরিক দুর্বলতা অনেকটা কমতে পারে। এর প্রেক্ষিতে রাত নয়টার দিকে করোনারি কেয়ার ইউনিটের ৪২১৯ নম্বর বেড থেকে সাত তলায় ৭২০৫ নম্বর কেবিনে স্থানান্তর করা হয়।

মেডিকেল বোর্ডের বৈঠকে বোর্ড প্রধান ডা. শাহাবুদ্দিন তালুকদার, এভারকেয়ার হাসপাতালের ডা. জাফর, ডা. সালেহ, ডা. শাহরিয়া, ডা. আমিন ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলের প্রধান ডা. এফ এম সিদ্দিকী, ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং ডা. আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানার জন্য খালেদা জিয়ার চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেনকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। 

খালেদা জিয়ার একজন চিকিৎসক জানিয়েছেন, লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসনের অন্ত্রে রক্তক্ষরণ সাময়িক বন্ধ রয়েছে। তবে তিনি অনেক দুর্বল। যেকোনো সময় ভিন্ন উৎস থেকে এ রক্তক্ষরণ শুরু হতে পারে বলেও তারা শঙ্কিত। এছাড়া দ্রুত লিভারের চিকিৎসা করতে না পারলে যেকোনো সময় এর প্রভাবে অন্যান্য অঙ্গের কার্যকারিতাও ক্ষতিগ্রস্ত হতে পারে। 

খালেদা জিয়ার শারীরিক খোঁজ নিতে এবং দেখভাল করতে পুত্রবধূ শর্মিলা রহমান শিথি নিয়মিত হাসপাতালে যান। গত কয়েকদিন ধরে শিথির সঙ্গে তার মেয়ে জাহিয়া রহমানও হাসপাতালে দাদিকে দেখতে যান। এর বাইরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, একান্ত সহকারী আব্দুস সাত্তার, খালেদা জিয়ার পরিবারের সদস্যরা আসা-যাওয়া করেন।

অসুস্থ খালেদা জিয়াকে গত ১৩ নভেম্বর হাসপাতালে ভর্তি করা হয়। এভারকেয়ারের চিকিৎসক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ জনের একটি বিশেষ মেডিকেল টিম তার চিকিৎসাসেবা দিচ্ছে। ৭৭ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া লিভার সিরোসিস ছাড়াও অনেক বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।


© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com