
ধলেশ্বরীতে ট্রলার ডুবি: আরও ৩ জনের লাশ উদ্ধার
প্রকাশ: ১০ জানুয়ারি ২২ । ১১:১৬ | আপডেট: ১০ জানুয়ারি ২২ । ১১:১৬
নারায়ণগঞ্জ প্রতিনিধি

ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে ঘন কুয়াশার কারণে লঞ্চের ধাক্কায় ডুবে যাওয়া ট্রলারের আরও তিন যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মোট ৯ জনের লাশ উদ্ধার হলো।
সোমবার সকাল ৭ টায় দুজন এবং সকাল ৯টায় একজনের লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায এখনও আর একজন নিখোঁজ রয়েছেন।
এর আগে রোববার সকাল ও বিকেলে মোট ৬ জনের লাশ উদ্ধার করা হয়।
সোমবার যাদের লাশ উদ্ধার করা হয়েছে তারা হলেন— তামিম (৮), আবদুল্লাহ (২৪) ও সামসুদ্দিন (৬৫)।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত বুধবার সকালে ঘন কুয়াশার কারণে এমভি ফারহান ৬ লঞ্চের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। এর পর থেকে নিখোঁজ ছিলেন ১০ জন। এর মধ্যে এ পর্যন্ত ৯ জনের লাশ উদ্ধার হলো।
© সমকাল ২০০৫ - ২০২২
ভারপ্রাপ্ত সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ | ই-মেইল: samakalad@gmail.com