
ক্রাইস্টচার্চ টেস্ট হেরে সিরিজ ড্র বাংলাদেশের
প্রকাশ: ১১ জানুয়ারি ২২ । ২১:২০ | আপডেট: ১১ জানুয়ারি ২২ । ২১:২০
অনলাইন ডেস্ক

মাউন্ট মঙ্গানুইয়ে ইতিহাস গড়ার পর ক্রাইস্টচার্চে খেই হারালো বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডের বোলারদের সামনে দাঁড়াতেই পারলো না সফরকারী ব্যাটাররা।
প্রথম ইনিংসে স্বাগতিকদের করা ৫২১ রান দুইবার ব্যাট করেও চেজ করতে ব্যর্থ হয়েছে মুমিনুল বাহিনী। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ গুটিয়ে গেছে ২৭৮ রানে।
শেষ পর্যন্ত নামের পাশে ইনিংস ও ১১৭ রানের ব্যবধানে পরাজয়। এর আগে মাউন্ট মঙ্গানুইতে বাংলাদেশ প্রথম টেস্ট জেতে ৮ উইকেটে।
ক্রাইস্টচার্চে ম্যাচ হারের মাধ্যমে বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ ড্র হলো।
আলোচনা করেছেন সমকালের ক্রীড়া সম্পাদক সঞ্জয় সাহা পিয়াল ও সিনিয়র রিপোর্টার সেকান্দার আলী।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com