ভারতে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ২ লাখের কাছাকাছি

প্রকাশ: ১২ জানুয়ারি ২২ । ১০:৪৭ | আপডেট: ১২ জানুয়ারি ২২ । ১০:৫৮

অনলাইন ডেস্ক

করোনার নমুনা পরীক্ষা (ছবি-এনডিটিভি)

ভারতে প্রতিদিন লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। ভাইরাসটির নতুন ধরন ওমিক্রন সংক্রমণও বাড়ছে। এ অবস্থায় দেশটিতে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা দুই লাখের কাছাকাছি গিয়ে পৌঁছেছে। 

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার ১ লাখ ৯৪ হাজার ৭২০ জন নতুন কোভিড রোগী শনাক্ত হয়েছে। যা আগের দিনের (১ লাখ ৬৮ হাজার) চেয়ে ১৫ দশমিক ৮ শতাংশ বেশি। গত ২৪ ঘণ্টায় আরও ৪৪২ জনের মৃত্যু হয়েছে।  

এনডিটিভির রিপোর্ট বলছে, মঙ্গলবার করোনার নমুনা পরীক্ষা বিপরীতে শনাক্ত রোগীর হার দাঁড়িয়েছে ১১ দশমিক ৫ শতাংশ, যা আগের দিন ছিল ১০ দশমিক ৬৪ শতাংশ।

এ নিয়ে ভারতে করোনা শনাক্তের সংখ্যা ছাড়িয়ে গেল ৩ কোটি ৬০ লাখে। আর মৃত্যু বেড়ে দাঁড়ালো ৪ লাখ ৮৪ হাজার ৬৫৫ জনে। দেশটিতে বেশি আক্রান্ত রাজ্যগুলোর মধ্যে মঙ্গলবারও শীর্ষে ছিল মহারাষ্ট্র। সংক্রমণ কিছুটা কমেছে দিল্লিতেও। তবে দৈনিক সংক্রমণের সংখ্যায় দিল্লিকে ছাপিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে পশ্চিমবঙ্গ। দিল্লি রয়েছে তৃতীয় স্থানে। 

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যানের বরাতে মঙ্গলবাল আনন্দবাজার পত্রিকায় বলা হয়েছে, দেশে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়ে গেছে। সোমবার দেশে করোনায় মৃত্যু হয়েছিল ১৪৬ জনের। মঙ্গলবার গত ২৪ ঘণ্টায় মারা গেছে ২৭৭ জন। এ ছাড়া দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা এখন আট লাখ ২১ হাজার ৪৪৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৬৯ হাজার ৯৫৯ জন। তবে সুস্থতার হার এখনও নিম্নমুখীই। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৬.৩৬ শতাংশে।

এদিকে, করোনার নতুন ধরন ওমিক্রনে সংক্রমণও পাল্লা দিয়ে বাড়ছে। দেশে এই মুহূর্তে মোট ওমিক্রন আক্রান্ত চার হাজার ৪৬১ জন। ওমিক্রন থেকে সুস্থ হয়েছেন এক হাজার ৭১১ জন। ওমিক্রন আক্রান্তের সংখ্যাতেও শীর্ষে মহারাষ্ট্র। এ রাজ্যে মোট ওমিক্রন আক্রান্ত ১২৪৭ জন। এরপরই রয়েছে যথাক্রমে রাজস্থান (৬৪৫), দিল্লি (৫৪৬), কর্নাটক (৪৭৯), কেরালা (৩৫০), উত্তরপ্রদেশ (২৭৫) ও গুজরাট (২৩৬)। ওমিক্রন আক্রান্তের তালিকায় ১৫ নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গ। রাজ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ২৭। এর মধ্যে সুস্থ হয়েছেন ১০ জন।

আলজাজিরার প্রতিবেদন বলছে, নতুন বছরের শুরুতে ভারতে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের প্রভাবে দৈনিক সংক্রমণ আটগুণ বৃদ্ধি পেয়েছে। সংক্রমণের এই ঊর্ধ্বগতির মধ্যেই দেশটিতে সম্মুখসারির কর্মী এবং বয়স্ক নাগরিকদের করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। 





© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com