
'বিদেশে বসে রাষ্ট্রবিরোধী কার্যকলাপে যুক্তদের পাসপোর্ট বাতিল করা হবে’
প্রকাশ: ১২ জানুয়ারি ২২ । ১৭:০৫ | আপডেট: ১২ জানুয়ারি ২২ । ১৭:০৫
অনলাইন ডেস্ক

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বিদেশে বসে যেসব বাংলাদেশি নাগরিক 'রাষ্ট্রবিরোধী কার্যকলাপে' অংশ নিচ্ছেন তাদের পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, 'যারা বিদেশে বসে রাষ্ট্রবিরোধী কাজ করছে তাদের পাসপোর্ট যাতে বাতিল করা হয় সে জন্য আমরা পরামর্শ দিয়েছি। তাদের তালিকা প্রস্তুত করে, তথ্য-উপাত্ত সংগ্রহ করে, সেগুলো কারা করছে, কী কী করছে সেগুলো পরীক্ষা-নীরিক্ষা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।'
মন্ত্রী আরও বলেন, 'দেখা যাচ্ছে, বিদেশে থেকে অনেক লোক এমন মিথ্যাচার করছে। কোনো ব্যক্তির বিরুদ্ধে সেটা বলতে পারে, কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে হলে যেটা রাষ্ট্রদ্রোহীতা। দুইটা ভিন্ন জিনিস।'
দেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের প্রসঙ্গে মন্ত্রী বলেন, 'কিছু বিদেশি নাগরিক আছে যাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে। তারা বিভিন্ন ক্রাইমের সঙ্গে জড়িত। তাদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় এনে যে যেখানে আছে সেখান থেকে গ্রেপ্তার করে এক জায়গায় রেখে তাদেরকে স্ব স্ব দেশে ফেরত পাঠাতে অর্থ বরাদ্দের জন্য অর্থ মন্ত্রণালয়কে অনুরোধ করেছেন বলেও তিনি উল্লেখ করেন।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com