পদাবলি

মানুষের ইদানীং খুব বাড়ি ফেরার তাড়া

প্রকাশ: ১৪ জানুয়ারি ২২ । ০০:০০ | প্রিন্ট সংস্করণ

মাসুদ পথিক

কান্নার নিচে মূলত কান্নাই থাকে
কান্নার নিচে থাকে পানি
পানির নিচে জল থাকে আর কিছু ব্যথিত কাহিনি

আর থাকে মৃত এক নদী
নদীতে অনেক প্রত্ন-সম্পর্ক, কাদায় লুকানো গুতুম মাছ
অথবা লবণাক্ত যদি

নদীর দুই তীরে কাঁদে দুটি হৃদয়, কাঁপে অশ্রুর পাড়া
রাত্রিরা গাছ হয়ে হাঁটে- বুকেতে অতীতের ভার
মানুষের ইদানীং খুব ফিরে যাবার তাড়া

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com