ব্রাজিল দল থেকে বাদ পড়লেন নেইমার

প্রকাশ: ১৪ জানুয়ারি ২২ । ১৪:২০ | আপডেট: ১৪ জানুয়ারি ২২ । ১৪:২০

স্পোর্টস ডেস্ক

চোটের কারণে জায়গা পাননি দলের সেরা তারকা নেইমার

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে চলতি মাসের শেষের দিকে, আর আগামী মাসের শুরুতে দুই ম্যাচে আবারও মাঠে নামবে দক্ষিণ আমেরিকান দলগুলো। ম্যাচ দুটি সামনে রেখে ব্রাজিল দলের কোচ তিতে দল ঘোষণা করেছেন।

দলে ফিরেছেন বার্সেলোনা ডিফেন্ডার দানি আলভেস। তবে চোটের কারণে জায়গা পাননি দলের অন্যতম সেরা তারকা নেইমার, সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন তিতে! এর আগে গত নভেম্বরে পিএসজির হয়ে এক ম্যাচে চোট পেয়ে প্রায় দুই মাসের জন্য মাঠের বাইরে চলে যান তিনি।

এদিকে বেশ কিছুদিন মাঠে না থাকলেও দলে আছেন ফিলিপে কৌতিনহো। কোচ তিতের মতে, দলের এক গুরুত্বপূর্ণ সদস্য তিনি। আগামী ২৮ জানুয়ারি ইকুয়েডর এবং ২ ফেব্রুয়ারী প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামার কথা ব্রাজিলের।

এখন পর্যন্ত ১৩ ম্যাচে ১১ জয় ও ২ ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ব্রাজিল। দলটির সমান ১৩ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে আর্জেন্টিনা। উভয় দলই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। 

ব্রাজিল দল

গোলরক্ষক: অ্যালিসন, এডারসন, ওয়েভারটন

ডিফেন্ডার: দানি আলভেস, এমারসন, আলেক্স সান্দ্রো, আলেক্স তেলেস, এডার মিলিতাও, গ্যাব্রিয়েল, মারকিনিওস, থিয়াগো সিলভা।

মিডফিল্ডার: ক্যাসেমিরো, ফ্যাবিনিও, ব্রুনো গিমারেস, গারসন, ফ্রেড, কৌতিনিও, লুকাস পাকেতা।

ফরোয়ার্ড: রাফিনিয়া, অ্যান্থনি, রদ্রিগো, এভারটন রিবেইরো, গ্যাব্রিয়েল জেসুস, ভিনিসিয়াস জুনিয়র, মাতিয়াস কুনিয়া, গ্যাবিগোল।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com