যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

প্রকাশ: ১৪ জানুয়ারি ২২ । ১৮:১১ | আপডেট: ১৪ জানুয়ারি ২২ । ১৮:১১

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রতীকী ছবি

কক্সবাজারের পেকুয়ায় যৌতুকের জন্য স্বামীর অমানবিক নির্যাতনে এক সন্তানের মা হুরি জন্নাত (১৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার উজানটিয়ার পশ্চিম উজানটিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ওই এলাকার মোহাম্মদ রিফাতের স্ত্রী।

খবর পেয়ে পেকুয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

স্থানীয়রা জানান, দেড় বছর আগে নেছার উদ্দিনের ছেলে রিফাত পেকুয়া সদর ইউনিয়নের মইছন্ন্যাকাটা এলাকার আবু বক্করের মেয়ে হুরি জন্নাতকে বিয়ে করে। তাদের সংসারে জন্ম নেয় একটি শিশু সন্তান। যার বয়স ৯ মাস। বিয়ের পর থেকে যৌতুকের জন্য ওই নারীর ওপর অত্যাচার ও নির্যাতন করা হতো। ঘটনার দিন সকালে নিহত গৃহবধূর শ্বশুর লোকজনকে নির্যাতনের বিষয়টি জানান। পরে লোকজন গিয়ে দেখে গৃহবধূ হুরি জন্নাতের নিথর দেহ গলায় ফাঁস লাগানো অবস্থায় মাটিতে পড়ে আছে। তারা এর পর পুলিশকে খবর দেয়। 

 এদিকে নিহত গৃহবধূর বাবা আবু বক্কর বলেন, আমার মেয়েকে তার শ্বশুর-শাশুড়ি ও স্বামী যৌতুকের জন্য নির্যাতন করে মেরে ফেলেছে। এর পর গলায় ফাঁস লাগিয়ে মারা গেছে বলে নাটক সাজিয়েছে। আমার মেয়ের হত্যাকারীদের শাস্তির দাবি জানাচ্ছি।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) কানন সরকার জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ বলা যাবে। প্রাথমিকভাবে দেখা গেছে, মরদেহের গলায় কালো দাগ রয়েছে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com