
কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
প্রকাশ: ১৪ জানুয়ারি ২২ । ১৮:৫৪ | আপডেট: ১৪ জানুয়ারি ২২ । ১৮:৫৪
কক্সবাজার অফিস

ফাইল ছবি
কক্সবাজারের ঈদগাঁও এলাকায় বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে অন্তত ৩ জন।
শুক্রবার বিকেল চারটার দিকে ঈদগাঁওর চান্দেরঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— চকরিয়া উপজেলার খুটাখালী এলাকার জিশান (২৩) ও ছেনুয়ারা বেগম (৪৫)।
রামুর তুলাবাগান হাইওয়ে ক্রসিং থানার এসআই মুজিবুর রহমান জানান, পূর্বাণী পরিবহনের বাস একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার ২ যাত্রী নিহত হন।
তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
© সমকাল ২০০৫ - ২০২২
ভারপ্রাপ্ত সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ | ই-মেইল: samakalad@gmail.com