
৯৭ রানে গুটিয়ে গেল চ্যাম্পিয়ন বাংলাদেশ
প্রকাশ: ১৬ জানুয়ারি ২২ । ২১:৫২ | আপডেট: ১৬ জানুয়ারি ২২ । ২২:০১
স্পোর্টস ডেস্ক

ইংলিশ বোলারদের তোপে নাকাল চ্যাম্পিয়নরা।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। শিরোপা অক্ষুন্ন রাখার মিশনে রোববার বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নেমেছে তারা। কিন্তু ইংলিশ বোলারদের তোপে ৯৭ রানেই গুটিয়ে গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
ওয়েস্ট ইন্ডিজের দ্বীপপুঞ্জ সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। ইংলিশ বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি টাইগার ব্যাটাররা। বাংলাদেশের হয়ে ওপেন করতে নামেন মাহফুজুল ইসলাম এবং আরিফুল ইসলাম। ৬ রানের জুটি গড়েই বিচ্ছিন্ন হন দু'জন। ১৭ বলে ৩ রান করে বিদায় নেন মাহফুজুল। এরপর ১৬ বলে ৪ রান করা আরিফুলও আউট হয়ে যান।
প্রান্তিক নওরোজ নাবিল মাঠে নেমে ১২ বল খেলে কোনো রানই করতে পারেননি। ব্যক্তিগত ১৩ রানে আউট হন আইচ মোল্লা। উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ ফাহিম ১ রান করে রানআউট হয়ে যান। আশিকুর জামান আউট হন ৯ রান করে এবং ৫০ রানের মাথায় ৭ম ব্যাটার হিসেবে আউট হন আবদুল্লাহ আল মামুন।
প্রথম ৯ উইকেটে এসেছিল ৫১ রান। শেষ উইকেট জুটিতে রিপন মন্ডল ও নাইমুর রহমানের ব্যাটে যোগ হয়েছে ৪৬ রান। বিশ্বকাপে এর চেয়ে কম রানে আর মাত্র দুবার অলআউট হয়েছে বাংলাদেশ। রিপন মন্ডল সর্বোচ্চ অপরাজিত ৩৩ রান করেন। ৪১ বলে ৫ চার ও ১ ছক্কায়। এসএম মেহরাব হাসান দ্বিতীয় সর্বোচ্চ ১৪ রান করেন। ১১ রান করেন দশম ব্যাটসম্যান নাঈমুর। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেনি।
বল হাতে ইংল্যান্ডের জসুয়া বডেন ৩ মেডেনসহ ৬ রান দিয়ে ৪টি উইকেট নেন। থমাস এসপিওল ১৫ রানে নেন ২টি উইকেট। ১টি করে উইকেট নেন জেমস সেলস, টম প্রেস্ট ও ফাতেহ সিং।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯
মাহফিজুল ইসলাম, আরিফুল ইসলাম, প্রান্তিক নওরোজ নাবিল, আইচ মোল্লা, মোহাম্মদ ফাহিম, আবদুল্লাহ আল মামুন, মেহেরব, আশিকুর রহমান, রাকিবুল হাসান, নাইমুর রহমান, রিপন মন্ডল।
ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯
জর্জ থমাস, জ্যাকব বেথেল, টম প্রেস্ট, জেমস রেও, উইলিয়াম লাক্সটন, জর্জ বেল, অ্যালেক্স হর্টন, জেমস সেলস, থমাস এসপিওল, ফাতেহ সিং, জসুয়া বডেন।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com