আর্থিক প্রতিষ্ঠানের বার্ষিক প্রতিবেদন চূড়ান্তে পর্ষদ সভা লাগবে

প্রকাশ: ১৬ জানুয়ারি ২২ । ২২:০৫ | আপডেট: ১৬ জানুয়ারি ২২ । ২২:০৫

সমকাল প্রতিবেদক

এখন থেকে ব্যাংকের মতো আর্থিক প্রতিষ্ঠানের বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত করার আগে কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শনে আসা পর্যবেক্ষণ পরিচালনা পর্ষদের বিশেষ সভায় উপস্থাপন করতে হবে। ওই সভায় পরিদর্শক দলের পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগের জিএম বা ডিজিএম এবং আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের প্রতিনিধি উপস্থিত থাকবেন। রোববার এ সংক্রান্ত একটি নির্দেশনা আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

প্রতিবছর আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করার আগে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ের তথ্যের ভিত্তিতে বিশদ পরিদর্শন পরিচালিত হয়। এই পরিদর্শনে উদঘাটিত অনিয়ম বা ক্রটিসহ প্রতিবেদন প্রস্তুত করতে হয়। ব্যাংকগুলোতে বেশ আগ থেকে বিশদ পরিদর্শন বিষয়ে পরিচালনা পর্ষদের বিশেষ সভা ডাকার বিধান থাকলেও আর্থিক প্রতিষ্ঠানের জন্য নতুনভাবে এটা করা হলো।

সার্কুলারে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন প্রতিবেদন পাঠানোর দুই মাসের মধ্যে পরিচালনা পর্ষদের বিশেষ সভা ডাকতে হবে। ওই সভার একমাত্র এজেন্ডা থাকবে বিশদ পরিদর্শন বিষয়ে আলোচনা। সভা ডাকার অন্তত ১০ কর্মদিবস আগে বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে।

সভা হওয়ার পরবর্তী ১৫ কার্যদিবসের মধ্যে এ সংক্রান্ত কার্যবিবরণী বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগ এবং আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগে পাঠাতে হবে। পরিদর্শন প্রতিবেদনে উল্লেখিত সুপারিশ ও অনিয়ম বা ক্রটির বিষয়ে দফাওয়ারি পরিপালনের অগ্রগতি সময়ে-সময়ে পর্ষদ সভায় অবহিত করতে হবে।


 


© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com