খুলনায় যুবলীগ নেতাকে লক্ষ্য করে গুলি-বোমা

প্রকাশ: ১৬ জানুয়ারি ২২ । ২২:২৮ | আপডেট: ১৬ জানুয়ারি ২২ । ২২:২৮

খুলনা ব্যুরো

খুলনা মহানগরীর বয়রা কলেজ সড়কে যুবলীগ নেতা শেখ সাইদুর রহমান শাওন ওরফে ট্যাঙ্কি শাওনকে হত্যার উদ্দেশ্যে গুলি ও বোমা হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ হামলা চালানো হলেও তা লক্ষ্যভ্রষ্ট হয়। হামলার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ দুটি অস্ত্র ও ১১ রাউন্ড গুলিসহ একজনকে আটক করেছে।

সাইদুর রহমান শাওন জানান, সন্ধ্যায় তিনি বয়রা কলেজ সড়কের বন ভবন অফিসের বিপরীত পাশে নিজামের চায়ের দোকানে বসেছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে তিনজন আসে এবং একটি মোটরসাইকেলের মাঝখানে বসা যুবকের হাতে অস্ত্র ছিল। তাদের একজন তার নাম ধরে ডাক দেয় এবং তাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি করে ও একটি বোমার বিস্ম্ফোরণ ঘটায়। তবে গুলি ও বোমা লক্ষ্যভ্রষ্ট হয়।

পুলিশ জানায়, হামলা চালিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ বয়রা কলেজ মোড় থেকে এক যুবককে আটক করেছে। তার কাছ থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

খবর পেয়ে খালিশপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। খালিশপুর থানার ওসি কামাল হোসেন জানান, অস্ত্রসহ হাতেনাতে আটক যুবক মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে আহত হয়। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় তিনি জানাতে পারেননি।

খুলনা মহানগর পুলিশের উপকমিশনার তাজুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে অবিস্ম্ফোরিত একটি ককটেল উদ্ধার করা হয়েছে। পরে সেটি নিষ্ফ্ক্রিয় করা হয়। তিনি জানান, হামলায় জড়িত অন্যদের গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করা হয়েছে। পূর্বশত্রুতার জের ধরে এই হামলার ঘটনা ঘটে।

হামলার শিকার শাওন নগরীর বড় বয়রা আবাসিক এলাকার ১ নম্বর সড়কের বাসিন্দা। তিনি জানান, ১৯৯৮ সালে তার বাবা ওয়ার্ড যুবলীগের সভাপতি শেখ শাহজাহানকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। ১৯৯৯ সালে তার দাদা শেখ হাতেম আলীকে এবং ২০০১ সালে তার চাচা শেখ বাবর আলীকে একইভাবে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। ২০১৫ সালে নগরীর নিউমার্কেটের সামনে তাকে গ্রেনেড বাবু নামে এক সন্ত্রাসী গুলি করেছিল, তার বুকের বাঁ পাশে গুলি লাগলেও তিনি বেঁচে যান।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com