
বাসে স্বাস্থ্যবিধি না মানায় ৩২ মামলা ২৩ হাজার টাকা জরিমানা
প্রকাশ: ১৮ জানুয়ারি ২২ । ২৩:৫৯ | আপডেট: ১৮ জানুয়ারি ২২ । ২৩:৫৯
সমকাল প্রতিবেদক

ফাইল ছবি
বাসে স্বাস্থ্যবিধি না মানায় ৩২ মামলা ও ২৩ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার রাজধানীতে সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সাতটি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব মামলা ও জরিমানা করা হয়েছে।
করোনা সংক্রমণ রোধে গত ১০ জানুয়ারি গণপরিবহনে অর্ধেক আসন খালি রেখে যাত্রী পরিবহনের নির্দেশনা দেয় মন্ত্রিপরিষদ বিভাগ। তবে গত ১৩ জানুয়ারি সড়ক পরিবহন মালিক সমিতি দাবি করে, অর্ধেক আসন খালি রাখলে বাস সংকট হবে- এ কারণে যত সিট তত যাত্রী নিয়ে বাস চালাতে মৌখিক অনুমতি দিয়েছে সড়ক পরিবহন মন্ত্রণালয়। কিন্তু এখন পর্যন্ত যত আসন তত যাত্রী নিয়ে বাস চলাচলের কোনো লিখিত আদেশ, প্রজ্ঞাপন কিংবা পরিপত্র জারি হয়নি।
১৫ জানুয়ারি থেকে 'যত সিট তত যাত্রী' নিয়ে বাস চলাচলের কথা থাকলেও মঙ্গলবারও দেখা গেছে অফিস শুরু ও ছুটির সময়ে দাঁড়িয়ে যাত্রী তোলা হচ্ছে। বাসে মাস্ক পরা বাধ্যতামূলক হলেও চালক-শ্রমিক ও যাত্রীরা তা মানছেন না। করোনার টিকা নেওয়া না থাকলে চালক-শ্রমিকরা বাস চালাতে পারবেন না- এ নির্দেশনাও মানা হচ্ছে না।
© সমকাল ২০০৫ - ২০২২
ভারপ্রাপ্ত সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ | ই-মেইল: samakalad@gmail.com