
রডভর্তি ট্রাককে মাটিভর্তি ট্রাকের ধাক্কা, নিহত ১
প্রকাশ: ১৯ জানুয়ারি ২২ । ১৩:১৪ | আপডেট: ১৯ জানুয়ারি ২২ । ১৩:২৭
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

ফাইল ছবি
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে ট্রাক চালক রবিউল আহম্মেদ (৪০) নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন চালকের সহকারী মাহবুব আলম (২৫)।
বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রবিউল টাঙ্গাইল জেলার সাগরদি এলাকার মুসলেম আহম্মেদের ছেলে ও আহত মাহবুব আলম একই এলাকার ফারুক আলমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল ৬টার দিকে জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় ঢাকা থেকে সিলেটের দিকে আসা মাটিভর্তি ট্রাক রডভর্তি ট্রাককে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে মাটিভর্তি ট্রাকের সম্মুখভাগে দুমড়েমুচড়ে গিয়ে ট্রাকচালক রবিউল ইসলাম নিহত হন এবং চালকের সহকারী মাহবুব আলম গুরুতর আহত হন।
খবর পেয়ে মাধবপুর ফায়ার স্টেশনের কর্মকর্তা মনতোষ মল্লিকের নেতৃত্বে দমকল কর্মীরা ট্রাকের ভেতর থেকে তাদের উদ্ধার করে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। পরে ট্রাক দুটি জব্দ করা হয়েছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com