
ফরিদপুরে মহিলা আওয়ামী লীগের কম্বল বিতরণ
প্রকাশ: ১৯ জানুয়ারি ২২ । ১৮:১৪ | আপডেট: ১৯ জানুয়ারি ২২ । ১৯:০৮
ফরিদপুর অফিস

শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের নেতারা- সমকাল
ফরিদপুরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগ।
বুধবার বিকেলে শহরের থানা মোড়ের আওয়ামী লীগ অফিসের হলরুমে এ কম্বল বিতরণ করেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম ও সাধারণ সম্পাদক সৈয়দা নুসরাত রাসুল তানিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি আফরোজা সুলতানা টুটু, লুৎফুন নাহার কাকলী, বিলকিস বানু, সবিতা বৈরাগী প্রমুখ।
কম্বল বিতরণ শেষে সৈয়দা নুসরাত রাসুল তানিয়া বলেন, ‘প্রায় আড়াইশ পরিবারের মাঝে আমরা কম্বল বিতরণ করেছি। এ কার্যক্রম অব্যাহত থাকবে।’
© সমকাল ২০০৫ - ২০২২
ভারপ্রাপ্ত সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ | ই-মেইল: samakalad@gmail.com