
মেরিন ড্রাইভ সড়কে পিকআপ-অটোরিকশার সংঘর্ষ, নিহত ২
প্রকাশ: ২০ জানুয়ারি ২২ । ১২:২০ | আপডেট: ২০ জানুয়ারি ২২ । ১২:২০
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের একটি বেসরকারি সংস্থার মিনি পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুজন।
বৃহস্পতিবার সকালে উপজেলার দরগাছড়ায় মেরিন ড্রাইভ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-সিএনজির চালক মো.সাদেক ও যাত্রী মাহাফুজা।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান জানান,মেরিন ড্রাইভে সড়ক দুর্ঘটনায় চালকসহ দুজন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।
© সমকাল ২০০৫ - ২০২২
ভারপ্রাপ্ত সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ | ই-মেইল: samakalad@gmail.com