শিক্ষার্থীদের আন্দোলন থেকে সরে দাঁড়ানোর আহবান শিক্ষক প্রতিনিধিদের

প্রকাশ: ২০ জানুয়ারি ২২ । ১৪:৩৯ | আপডেট: ২০ জানুয়ারি ২২ । ১৫:৩৭

শাবি প্রতিনিধি

শিক্ষকদের প্রতিনিধি দল শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসেন

আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সহমর্মিতা জানিয়ে তাদেরকে আন্দোলন থেকে সরে দাঁড়ানোর আহবান জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষকদের প্রতিনিধি দল।

বৃহস্পতিবার সকালে অনশনরত শিক্ষার্থীদের কাছে গিয়ে তারা এ আহবান জানান। তবে তাদের এ আহবান অস্বীকার করে দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন শিক্ষার্থীরা ।

শিক্ষকদের প্রতিনিধি দলের পক্ষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম বলেন, সাস্টে কেন রক্ত, আর যেন রক্ত না ঝরে । তোমাদের ও আমাদের একটা সুন্দর পরিবেশ নিশ্চিত করার জন্য এখানে বারবার আসছি। রক্ত যারা ঝরিয়েছে তাদের ব্যাপারে পদক্ষেপ নিতে আসছি।

তিনি আরও বলেন, তোমাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি। তোমাদের সঙ্গে এক হয়ে এগুলো বন্ধ করতে চাই এবং বিচার করতে চাই।

শিক্ষার্থীদের মধ্যে থেকে মোহাইমিনুল বাশার বলেন, আপনাদের সঙ্গে আমাদের আবারও দেখা হবে। আমরা সবাই মিলে একটা সুন্দর ক্যাম্পাস তৈরি করতে চাই। কিন্তু কথায় কথায় গুলি চালানোর হুকুম দেবেন এমন উপাচার্যের কাছে আমরা নিজেদের নিরাপদ মনে করছি না । এখনও আপনারা আমাদের সঙ্গে সংহতি প্রকাশ করছেন না।

ওই শিক্ষার্থী আরও বলেন, আপনারা আমাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করছেন, কিন্তু এখন আমাদের সহমর্মিতার প্রয়োজন নেই।

এদিকে, উপাচার্যের পদত্যাগের দাবিতে অনশনরত বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। বৃহস্পতিবার সকালে তারা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। অন্যরা অসুস্থ হলেও এখনো অনশনরত আছেন।

অনশনরত শিক্ষার্থীদের শারীরিক অবস্থা এবং তাৎক্ষণিক চিকিৎসা দেওয়ার জন্য উপস্থিত জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার বাবলু হোসেন সমকালকে বলেন, প্রত্যেকের শারীরিক অবস্থা তেমন ভালো না। যে দুইজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে তাদেরকে হাসপাতালে ভর্তি করানো প্রয়োজন।

অসুস্থ হয়ে যাওয়া দুই শিক্ষার্থী হলেন, কাজল দাস এবং জান্নাতুল নাইম নিশাত। এর মধ্যে কাজল দাস দুপুর সাড়ে ১২টার দিকে নিস্তেজ হয়ে গেলে তাকে অ্যাম্বুলেন্সে করে রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

শিক্ষার্থীরা বলেন, প্রচন্ড শীতের কারণে আরও কয়েকজনের সমস্যা হয়েছিল রাতে। এছাড়াও প্রত্যেকের রক্তের চাপ কমে যাচ্ছে।  শিক্ষার্থীরা অনশনে পানিও পান করছেন না বলে জানান।

অনশনরত শিক্ষার্থী জাহিদুল ইসলাম অপূর্ব বলেন, আমাদের অনেকেই কমবেশি অসুস্থ হয়ে পড়েছে। কিন্তু কেউ এখনো অনশন ভাঙ্গেনি। আমরা পূর্ব ঘোষণায় অনড়, এই উপাচার্যের পদত্যাগ না করা পর্যন্ত অনশন চালিয়ে যাবো।


© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com