
আগামীকাল শুরু পুলিশ সপ্তাহ
বাহিনীপ্রধানের পদ 'চিফ অব পুলিশ' করার প্রস্তাব
প্রকাশ: ২২ জানুয়ারি ২২ । ০০:০০ | আপডেট: ২২ জানুয়ারি ২২ । ০২:২৩ | প্রিন্ট সংস্করণ
সাহাদাত হোসেন পরশ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনেই স্বতন্ত্র বিভাগের দাবি তুলছে পুলিশ। আগামীকাল রোববার শুরু হতে যাওয়া পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে এ দাবি তোলা হবে। পাশাপাশি পুলিশপ্রধানের পদকে 'চিফ অব পুলিশ' করার দাবি জানানো হবে। বর্তমানে পদটি পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে পরিচিত। একই সঙ্গে আইজিপি পদে পাঁচজনকে নিয়োগ করার প্রস্তাব তোলা হবে। পুলিশের একজন উচ্চপদস্থ কর্মকর্তা এসব তথ্য জানিয়েছেন।
ওই কর্মকর্তা জানান, এ বছর পুলিশপ্রধানের আর্থিক ব্যয়ের ক্ষমতা বাড়ানোর প্রস্তাবও করা হবে। বর্তমানে এই পদাধিকারী তিন কোটি টাকা ব্যয় করতে পারেন। এটি অন্যান্য সচিবের মতো ৫০ কোটি টাকা করার দাবি জানানো হবে।
করোনা পরিস্থিতির কারণে এবারের পুলিশ সপ্তাহ সীমিত পরিসরে হবে। এতে পুলিশের সদস্যসহ আমন্ত্রিত সব অতিথির জন্য করোনার নেগেটিভ সনদ বাধ্যতামূলক করা হয়েছে। ভার্চুয়ালি যুক্ত থেকে আগামীকাল পুলিশ সপ্তাহের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলতি বছর এ সপ্তাহের প্রতিপাদ্য, 'দক্ষ পুলিশ, সমৃদ্ধ দেশ : বঙ্গবন্ধুর বাংলাদেশ।'
রাজারবাগ পুলিশ লাইন্সে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এটিই মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের সবচেয়ে বড় সম্মেলন। এখানে নীতিনির্ধারণমূলক বিষয় ও নানা সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা হয়। পাশাপাশি রাষ্ট্রের নীতিনির্ধারণী মহল এ সময় এই বাহিনীকে দিকনির্দেশনামূলক বার্তা দিয়ে থাকেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০টায় বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করবেন। পাঁচ দিনব্যাপী পুলিশ সপ্তাহ শেষ হবে বৃহস্পতিবার। একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, করোনার কারণে প্রধানমন্ত্রীর সঙ্গে এবার পুলিশ সদস্যদের দরবার অনুষ্ঠিত হচ্ছে না। দরবারে প্রধানমন্ত্রীর কাছে প্রতি বছরই পুলিশের তরফ থেকে বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরা হয়। এবার তারা এসব দাবি তুলে ধরবেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সম্মেলনে। কিছু দাবি তারা লিখিতভাবে রাষ্ট্রের নীতিনির্ধারণী পর্যায়েও তুলে ধরবেন। এ ছাড়া এবারই প্রথম প্রধান বিচারপতির সঙ্গে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের আলোচনা হবে।
আরও দাবি: পুলিশের তরফ থেকে এ সপ্তাহে আলাদা মেডিকেল কোর গঠনের দাবিও তোলা হবে। এর আওতায় পুলিশ চায় মেডিকেল কলেজ স্থাপন করতে। এ ছাড়া পদোন্নতি-সংক্রান্ত জটিলতা দূর করা, নারী পুলিশ সদস্যদের জন্য পৃথক প্রশিক্ষণ কেন্দ্র, স্পোর্টস ট্রেনিং কমপ্লেক্স, গাড়ি কেনার ক্ষেত্রে ঋণ সুবিধা, বিভিন্ন দূতাবাসে পুলিশ সদস্যদের পদায়ন, জাতিসংঘের স্ট্যান্ডার্ড অনুযায়ী জনসংখ্যার অনুপাতে পুলিশ সদস্য বাড়ানো, ফৌজদারি মামলার যথাযথ সমন্বয়ের জন্য পুলিশের হাতে প্রসিকিউশন ফিরিয়ে দেওয়া, নতুন ১৮টি অতিরিক্ত আইজিপির পদ ও ৮টি গ্রেড-১ পদ সৃষ্টিসহ বেশ কিছু দাবি তোলা হবে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com