কুমিল্লায় সড়কে প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর

প্রকাশ: ২২ জানুয়ারি ২২ । ১৬:৩০ | আপডেট: ২২ জানুয়ারি ২২ । ১৬:৩০

কুমিল্লা প্রতিনিধি

ছবি: সমকাল

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার দুপুর দুইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার সদর উপজেলার আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেলার বুড়িচং উপজেলার ষোলনল গ্রামের মফিজুল ইসলামের ছেলে রুবেল হোসেন ও চান্দিনা উপজেলার দীঘিরপাড় গ্রামের আবদুর রশিদের ছেলে শাওন।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বলেন, ওই দুই যুবক মহাসড়ক দিয়ে আলেখারচর থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। সদর উপজেলার আমতলী এলাকায় পৌঁছালে একটি গাড়ি মোটরসাইকেলটিকে চাপা দিলে উভয়ে সড়কে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে নিহতের স্বজনরা হাইওয়ে থানায় গিয়ে মরদেহ শনাক্ত করেন। গাড়িটি শনাক্ত করতে হাইওয়ে পুলিশ কাজ করছে বলে জানান ওসি।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com