শাবি উপাচার্যের পদত্যাগ দাবিতে রাবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

প্রকাশ: ২২ জানুয়ারি ২২ । ১৮:৪৪ | আপডেট: ২২ জানুয়ারি ২২ । ১৮:৪৪

রাবি প্রতিনিধি

বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরে রাবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি-সমকাল

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিনের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একইসঙ্গে শাবি শিক্ষার্থীদের অনশনের সঙ্গেও সংহতি প্রকাশ করেন তারা। শনিবার দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরে এই কর্মসূচি পালিত হয়।

অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা শাবি শিক্ষার্থীদের আমরণ অনশনের প্রতি সংহতি জ্ঞাপন করেন। তারা বলেন, শাবি শিক্ষার্থীদের অনশনের ৭২ ঘন্টা পেরিয়ে গেলেও সরকার গুরুত্ব দিচ্ছে না। ভিসিও তার পদ থেকে পদত্যাগ করছেন না। 

শিক্ষার্থীরা বলেন, যদি আমাদের শিক্ষার্থী ভাই-বোনদের কোনো ক্ষতি হয় তাহলে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে, শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবাদের দাবানল জ্বলবে। এ আন্দোলন বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিলেও চলবে। সরকার মনে করছে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করলে আন্দোলন থেমে যাবে। কিন্তু তা হবে না। আমাদের এক দফা দাবি হলো ভিসির পদত্যাগ। এর বিকল্প কিছু হতে পারে না।

এ সময় শিক্ষার্থীরা 'শিক্ষার্থীদের রক্ত ঝরে, প্রশাসন অট্টো হাসে', 'শাবি আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি', 'শাবিপ্রবিতে হামলাকারী সন্ত্রাসীদের বিচার চাই', 'শাবিপ্রবি ভিসির অপসারণ চাই-এসব স্লোগান সংবলিত প্লাকার্ড প্রদর্শন করেন।

ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ খানের সঞ্চালনায় বক্তব্য দেন রাকসু আন্দোলন মঞ্চের আহ্বায়ক আব্দুল মজিদ অন্তর, ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন মিলন, নাগরিক ছাত্র ঐক্যের সভাপতি মেহেদী হাসান মুন্না প্রমুখ। 


© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com