
কলেজছাত্র রুবেল হত্যা মামলায় ১ আসামির যাবজ্জীবন
প্রকাশ: ২৭ জানুয়ারি ২২ । ১৫:২৭ | আপডেট: ২৭ জানুয়ারি ২২ । ১৫:২৭
খুলনা ব্যুরো

খুলনার বিএল কলেজের ছাত্র মো. রুবেল হত্যা মামলায় আল আমিন বিশ্বাস নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর ৮ আসামিকে খালাস দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম আশিকুজ্জামান এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত আসামি আল আমিন নগরীর খানজাহান আলী থানার জাব্দিপুর এলাকার মোমিন বিশ্বাসের ছেলে। তিনি পলাতক রয়েছেন।
নিহত রুবেল একই থানার তেলিগাতী মধ্যপাড়া এলাকার চান মোল্লার ছেলে। তিনি সে বিএল কলেজের ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।
আদালতের পিপি কাজী সাব্বির আহমেদ জানান, পূর্ব শত্রুতার জের ধরে ২০১৪ সালের ২১ জুন রাতে কুয়েট ক্যাম্পাসে প্রতিপক্ষের ছুরিকাঘাতে রুবেল নিহত হন। এ ঘটনায় তার বাবা আবু বক্কার সিদ্দিক বাদী হয়ে পরদিন ৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় আরও ১০ জনের বিরুদ্ধে খানজাহান আলী থানায় মামলা দায়ের করেন। ২০১৬ সালের ১৬ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির এস আই পলাশ গোলদার ৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলায় ১০ জন আদালতে সাক্ষ্য দেন।
© সমকাল ২০০৫ - ২০২২
ভারপ্রাপ্ত সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ | ই-মেইল: samakalad@gmail.com