প্রেমের পদ্য

রঙিন জাদুকর

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২২ । ০০:০০ | প্রিন্ট সংস্করণ

আয়শা ঝর্না

দূর শনবন, থেকে থেকে হাওয়ার
ফুলেফেঁপে ওঠা ঢেউ
পদ্মার বুকের ভেজা ঘ্রাণ,
এই লোনাজল হাওয়ায়
টের পাই কোন পানকৌড়ি
উড়ে চলা অবিরাম।

অজানা সন্ধ্যার সুচকালো
অন্ধকারে ক্লান্ত ডানার বিস্তার,
আলোহীন নক্ষত্রের
পরে সে ছিল তমিস্রা নাল্ফম্নী
কোন হিজলের জলে।

সেখানে সন্ধ্যার তীরে
মেঘদল খুঁজে পায়
হারানো ঠিকানা মন উচাটন
পিউ কাহা পিউ কাহা কেন
গাও হে সারস তুমি,
ভেজা শ্রাবণ সন্ধ্যার নীল
ঘন উদার আকাশ।

বিপন্ন পৃথিবী একবার
জেনেছে আয়ুর চেয়ে
বেশি তুমি অস্তবেলা।
পৃথিবীর মুখ থেকে ধোঁয়া
চোখ থেকে লাল জল,
আজ একটা একটা মৃত্যু
যেন মৃত্যু নয় বিষাদের
কালো ছায়া চরাচরে।
যেন কালো কাক উড়ে
গমখেতের ওপর,
মৃত্যু তুড়ি মেরে নিয়ে চলে
জীবন্ত বীজের আদিফল।
লোনাজলে ভাসানের মেলা
কখনও কখনও আসে
রঙিন জাদুর কারিগর।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com