প্রেমের পদ্য

ভার্চুয়াল প্রেমের পদ্য

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২২ । ০০:০০ | প্রিন্ট সংস্করণ

রেজাউদ্দিন স্টালিন

আজকে আমার সময় ছিলো
একটু যদি আসতে,
দেখতে কেমন দক্ষ আমি
তোমায় ভালোবাসতে।

এখন জানি কেমন করে
পড়তে হবে নামতা,
বলতে হবে সপ্রতিভ
হাসির কত দাম-তা।

বাদশা নই তবুও জানি
কোষাগারের মর্ম,
মনের সাথেই মোহরানা
পরিশোধের ধর্ম।

কফি এবং জুসের পাশে
মানায় কেমন খাদ্য,
বাজবে কি না রবীন্দ্রনাথ
লাতিন কোনো বাদ্য?

ছেঁদো কথায় মস্ত ফাঁকি
ওসবে নেই বান্দা,
কিংবা ছলে চুমু খাওয়ার
মোটেও নেই ধান্দা।

তোমার প্রতি নিবেদিত
দু-এক লাইন পদ্য,
পড়তে পারি কথার ছলে
লিখেছিলাম সদ্য।

চেনো তো সব হাফিজ রুমি
সাদি এবং নজরুল,
ভার্চুয়ালি এনে দিতো
প্রিয়তমার নাক ফুল।

কিন্তু আমি সজাগ আছি-
অনলাইনে পণ্য,
পছন্দ তাই কিনছো দ্রুত
ধন্য তুমি ধন্য।

আজ বিকেলে সময় ছিলো
একটু যদি আসতে,
দেখতে কেমন ব্যাকুল আমি
তোমায় ভালোবাসতে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com