হিজাব পরাদের পাশে দাঁড়ালেন পগবা

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২২ । ১৬:৪৩ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২২ । ১৬:৫২

স্পোর্টস ডেস্ক

পল পগবা

ভারতে হিজাব বিতর্ক নিয়ে মালালা ইউসুফজাইয়ের পর এবার সরব হলেন ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা ফুটবলার পল পগবা। কর্ণাটকের স্থানীয় ছাত্রীদের দাবি, হিজাব ও বোরকা তাদের সংস্কৃতির অংশ। তাই এটা পরেই ক্লাস করতে চান তারা। তাদের এ দাবির সঙ্গে একাত্মতা জানিয়েছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার পল পগবা।

বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের স্টোরিতে প্রতিবাদরত ছাত্র-ছাত্রীদের ছবি পোস্ট করেন পগবা। তিনি লেখেন, 'হিন্দুত্ববাদী উন্মত্ত জনতা ভারতের কলেজে মুসলিম নারীদের হিজাব পরা নিয়ে উত্যক্ত করা অব্যাহত রেখেছে।'

কর্নাটকে শিক্ষা প্রতিষ্ঠানে মুসলিম মেয়েরা হিজাব পরে যাওয়ার ক্ষেত্রে বাধা দেওয়া হয়েছে। এই নির্দেশিকা ধর্মীয় ভাবাবেগে চরম আঘাত হেনেছে, এমনই দাবি তুলেছে মুসলিম সম্প্রদায়। এই সিদ্ধান্তের বিরুদ্ধে রীতিমতো আন্দোলন শুরু হয়েছে। এই ইস্যু নিয়ে মালালা টুইট করার পর আন্তর্জাতিক বিতর্ক তৈরি হয়েছিল। তা আরও বাড়িয়ে দিলেন পগবা।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com