সাকিবদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে মাহমুদউল্লাহরা

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২২ । ১৮:১৮ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২২ । ১৮:২৩

স্পোর্টস ডেস্ক

কঠিন সমীকরণের ম্যাচে আজ সাকিবের বরিশালের মুখোমুখি তামিমের ঢাকা। সবার আগে বরিশালকে প্লে অফে তুলে দিয়ে ফুরফুরে মেজাজে অধিনায়ক সাকিব। অন্যদিকে দীর্ঘদিনের বন্ধু তামিমের দলের আজ বাচা মরার লড়াই। বরিশালের বিপক্ষে হারলেই ছিটকে পড়বে ঢাকা, জিতলে প্লে অফে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে বরিশালের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা। 

পিঠের চোটের কারণে খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচটি খেলতে পারেননি মাশরাফি। আজ বরিশালের বিপক্ষেও মাশরাফি থাকছেন বিশ্রামে।

দুর্দান্ত ছন্দে ফরচুন বরিশাল। চট্টগ্রাম থেকে জয়ের ছন্দে রয়েছে দলটি। টানা পাঁচ ম্যাচে অপরাজিত তারা। লিগের শেষ ম্যাচেও ছন্দটা ধরে রাখতে চায় বরিশাল। গতকাল দলের প্রতিনিধি হয়ে নাজমুল হোসেন শান্ত সে কথাই বলেন, 'আমরা জেতার জন্যই খেলব। সামনে যে ম্যাচগুলো আছে সবগুলোই খুব গুরুত্বপূর্ণ। এখন গত ম্যাচগুলোতে যে ভুল করেছি, সামনে চাইব যেন ওই ভুলগুলো না হয়। এভাবে পরের ম্যাচটা খেলতে পারলে সামনের ম্যাচগুলো সহজ হবে।' 

বরিশালের বোলিং ও ফিল্ডিং দুর্দান্ত। এই দুই শক্তি কাজে লাগিয়ে ম্যাচ জিতছে। সাকিব আল হাসান ছন্দে থাকায় বরিশালের বাড়তি পাওয়া। সিলেট পর্বে শেষ ম্যাচে রানও পেয়েছে দলটি। মুনিম শাহরিয়ার আর ক্রিস গেইলের হাফসেঞ্চুরিতে ১৯৯ রান করে ২০ ওভারে। হারতে হারতেও শেষ পর্যন্ত ম্যাচটি জিতে নেয় তারা। ঢাকাও সিলেটে শেষ করে জয় দিয়ে। সেদিক থেকে দু'দলই জয়ের ছন্দে থেকে খেলবে লিগের শেষ ম্যাচ।

এই মিরপুরেই ঢাকার কাছে প্রথম লেগের ম্যাচ হেরেছিল বরিশাল। এবার প্রতিশোধ নেওয়ার মিশন। যদিও নাজমুল হোসেন শান্ত জানান, পেছনে দেখতে চান না তারা। ঢাকার বড় তারকাদের নিয়েও ভাবছেন না তিনি, 'ক্রিকেটে নাম দিয়ে কখনোই খেলা হয় না। ব্যাটে-বলে ভালো করলেই জেতা হবে। তাই গত ম্যাচে কী হয়েছিল, তা নিয়ে ভাবছি না। সামনে নতুন ম্যাচ, এটাতে কত ভালো নিজেদের পরিকল্পনা কাজে লাগাতে পারি সেটা গুরুত্বপূর্ণ। আমাদের যে চিন্তা বা পরিকল্পনা থাকে সেটা মাঠে প্রয়োগ করতে পারলে অবশ্যই ভালো কিছু হবে।'

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com