বিপিএলের ধারাভাষ্যে তামিম

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২২ । ১৫:৪২ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২২ । ১৫:৪২

স্পোর্টস ডেস্ক

হঠাৎ ধারাভাষ্যে তামিম ইকবাল। ছবি-সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের সবচেয়ে তারকাবহুল দলে খেলেছেন তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেটের সেরা দুই তারকা মাশরাফি-মাহমুদউল্লাহদের সঙ্গে মিনিস্টার ঢাকায় খেলেছেন তামিম। সঙ্গে ছিলে আন্দ্রে রাসেল, কায়েস আহমেদদের মতো তারকারা। যদিও তারকাবহুল এই দল নিয়েও প্লে অফে উঠতে পারেনি তামিমরা।

প্লে-অফের আগেই ছিটকে গেছে তামিমের দল মিনিস্টার ঢাকা। তবে প্লে-অফের প্রথম লড়াইয়ে সোমবার খুলনা বনাম চট্টগ্রাম ম্যাচের দ্বিতীয় ইনিংসে ধারাভাষ্যকারের ভূমিকায় হাজির হন তামিম।  ম্যাচে খুলনা ইনিংসে ধারাভাষ্য দিয়েছেন তিনি। এর আগে তামিম একবার বলেছিলেন, কখনো ইচ্ছে হলে ধারাভাষ্যে ফিরবেন। এতদিন পর ঠিকই সেই কথা রাখলেন।

আসরজুড়ে দুর্দান্ত ছিলেন তামিম ইকবাল। ৯ ম্যাচ খেলে ৫৮.১৪ গড়ে ৪০৭ রান করে এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। একটি সেঞ্চুরির পাশাপাশি আসরে তিনি হাঁকিয়েছেন চারটি হাফসেঞ্চুরি। 

ধারাভাষ্যকার হিসেবে অভিষিক্ত তামিম ফেসবুক পোস্টে লিখেছেন, 'খেলা থেকে দূরে থাকা কঠিন। বিপিএলে ধারাভাষ্যকক্ষের অভিজ্ঞতা।'

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com