
খুলনাকে হারিয়ে কোয়ালিফায়ারে চট্টগ্রাম
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২২ । ১৬:১৮ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২২ । ১৭:০৮
স্পোর্টস ডেস্ক

এলিমিনেটর জিতে চট্টগ্রামের উল্লাস
হারলেই বাদ, এমন সমীকরণকে সামনে রেখে বঙ্গবন্ধু বিপিএলের এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্স। ম্যাচে খুলনাকে ৭ রানে হারিয়েছে চট্টগ্রাম। এই জয়ের ফলে এবারের বিপিএলের ফাইনালে উঠার দৌঁড়ে এখনো টিকে রইল চট্টগ্রাম। মিরাজের দল খেলবে প্রথম কোয়ালিফায়ারে ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচের পরাজিত দলের বিপক্ষে।
শুরুতে ব্যাট করে চ্যাডউইক ওয়ালটন ও মিরাজের বিধ্বংসী ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮৯ রান তোলে চট্টগ্রাম। জবাবে ১৮২ রান তুলতে সমর্থ হয় খুলনা।
ম্যাচের আগেই দুঃসংবাদ পায় চট্টগ্রাম, অসুস্থতার জন্য ফর্মের তুঙ্গে থাকা জ্যাকসকে রাখা হয়নি এই একাদশে। তবে জ্যাকস না থাকলেও শুরুতে কেনার লুইস নেমে খেলেন হাত খুলে। আরেক ওপেনার জাকির হোসেন শূন্য রানে ফেরেন খালেদ আহমেদের বলে ক্যাচ দিয়ে। এরপর আফিফ হোসেন ৩ রান করে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দেন রুয়েল মিয়ার বলে। ওয়ালটন-লুইস জুটি স্কোর বোর্ডে ৩৮ রান যোগ করেন। লুইসকে ৩৯ (৩২) রানে ফেরান নাবিল সামাদ।
শামিম হোসেন এদিন ১০ রান করে সাজঘরে ফেরেন। এরপর ঝড় তোলেন ওয়ালটন। মেহেদী হাসান মিরাজের সঙ্গে ৫৮ বলে ১১৫ রানের জুটিতে ওয়ালটন ২৮ বলেই করেন ৭৮ রান।
মিরাজ ৩৬ (৩০) বলে খালেদ আহমেদের বলে বোল্ড হয়ে ফিরলেও ওয়ালটন শেষ পর্যন্ত টিকে থেকে খেলেন সমান ৭টি চার ও ছয়ে ৪৪ বলে ৮৯ রানের ইনিংস। শেষ দিকে বেনি হাওয়েল ৩ বলে করেন ৮ রান। তাতে চট্টগ্রামের সংগ্রহ ৫ উইকেটে ১৮৯ রান।
খুলনার পক্ষে ২ উইকেট নেন খালেদ আহমেদ। ১টি করে উইকেট নেন নাবিল সামাদ, রুয়েল মিয়া ও শেখ মেহেদী।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে আন্দ্রে ফ্লেচারের সঙ্গে উদ্বোধনীতে নামেন মেহেদী হাসান। দলীয় ২১ রানের মাথায় ৪ বলে ২ রান করে ফেরেন মেহেদী। এরপর ২ বলে ১ রান করে ফেরেন মৃত্যুঞ্জয়ের শিকার হয়ে ফেরেন সৌম্য সরকার। ততক্ষণে উইকেটের অপর প্রান্তে ঝড় তুলছিলেন ফ্লেচার।
তৃতীয় উইকেটে ফ্লেচারকে সঙ্গে নিয়ে গড়েন ৪৯ বলে ৬৪ রানের দুর্দান্ত এক জুটি গড়েন মুশফিক। যার মধ্যে মুশফিক একাই করেন ২৯ বলে ৪৩ রান। ভয়ংকয় হয়ে ওঠা এই জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। মুশফিক ফিরলে চতুর্থ উইকেটে ফ্লেচারের সঙ্গে ৩৮ বলে ৬৫ রানের জুটি গড়ে খুলনাকে জয়ের পথেই রেখেছিলেন ইয়াসির আলী রাব্বি। সাজঘরে ফেরার আগে এই জুটিতে তার অবদান ছিল ৪৫ রানের।
শেষ ওভারে ১৬ রানের দরকার ছিল খুলনা টাইগার্সের। আর খুলনাকে এই রানের আগে আটকে দেওয়ার জন্য বল তুলে দেওয়া মেহেদি হাসান মিরাজের হাতে। শেষ ওভারে দুর্দান্ত বোলিংয়ে দিলেন মাত্র ৮ রান। বৃথা গেল আন্দ্রে ফ্লেচারের ৫৮ বলে ৮০ রানের বিধ্বংসী ইনিংস। নির্ধারিত ২০ ওভারে ১৮২ রান তুলতে সমর্থ হয় মুশফিকের দল। খুলনাকে ৭ রানের ব্যবধানে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারের টিকিট কাটে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
৪ ওভারে ৪০ রান দিয়ে মিরাজ নেন ২ উইকেট। এ ছাড়া ১টি করে উইকেট নেন নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও মৃত্যুঞ্জয় চৌধুরী।
খুলনা একাদশ:
মুশফিকুর রহিম (অধিনায়ক ও উইকেটরক্ষক), আন্দ্রে ফ্লেচার, ইয়াসির আলী চৌধুরী, থিসারা পেরেরা, শেখ মেহেদী হাসান, ফরহাদ রেজা, সৈয়দ খালেদ আহমেদ, সৌম্য সরকার, নাবিল সামাদ, সিকান্দার রাজা, রুয়েল মিয়া।
চট্টগ্রাম একাদশ:
আফিফ হোসেন (অধিনায়ক), কেন্নার লুইস, আকবর আলী (উইকেটকিপার), বেনি হাওয়েল, মেহেদী হাসান মিরাজ, চ্যাডউইক ওয়ালটন, শরিফুল ইসলাম, শামীম হোসেন, নাসুম আহমেদ, জাকির হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com