
সাতকানিয়ায় নির্বাচনী সহিংসতায় অস্ত্রধারী ২ জন গ্রেপ্তার
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২২ । ১৯:২৩ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২২ । ১৯:২৩
চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের সাতকানিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতায় অস্ত্রধারী দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার নোয়াখালী জেলার চরজব্বর থানার চরক্লার্ক থেকে একজন ও সোমবার সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের আমিরখীল থেকে অপর অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া এই উপজেলায় নির্বাচনী সহিংসতার ঘটনায় মামলা হয়েছে ২৩টি। এসব মামলায় এ পর্যন্ত ৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দুই অস্ত্রধারী হলেন-সাতকানিয়া থানার মাইজপাড়া গ্রামের মো. নাজিমুল ইসলাম টিপুর ছেলে সামশুদ্দিন ওরফে নিশান (২০) ও একই থানার খাগরিয়া ইউনিয়নের আমিরখীলের মৃত সাচি মিয়ার ছেলে জয়নাল আবেদীন লেদাইয়া (৪৭)। তাদের কাছ থেকে দুইটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
দুইজনকে গ্রেপ্তারের পর সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক জানান, নির্বাচনী সহিংসতার ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত আসামী সামশুদ্দিন নিশানকে নোয়াখালী থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যে অনুযায়ী সাতকানিয়ার খাগরিয়া থেকে একটি এলজি উদ্ধার করা হয়েছে। পৃথক অভিযানে সাতকানিয়ার খাগরিয়া থেকে জয়নাল আবেদীনকে গ্রেপ্তার করা হয়। তার দেয়া তথ্যে অনুযায়ী একটি এক নলা বন্দুক উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, ‘গ্রেপ্তার দু’জনকেই ভোটের দিন অস্ত্র হাতে মহড়া দিতে দেখা গেছে। তাদের ছবিও গণমাধ্যমে প্রকাশ হয়েছে। তাদের দেখানো স্থানে তল্লাশি করে অস্ত্র উদ্ধার করা হয়েছে। অস্ত্রগুলো তাদের নিজেদের নাকি কেউ সরবরাহ করেছে সেটা রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে বের করা হবে।’
নির্বাচনে অংশ নেওয়া বিভিন্ন প্রার্থীর হয়ে তারা সহিংসতায় অংশ নিয়েছে বললেও কোন প্রার্থীর হয়ে তারা অস্ত্রবাজি করেছেন এ বিষয়ে কোন তথ্য দেননি পুলিশ সুপার। নির্বাচনের দিন যারা অস্ত্রবাজি করেছে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।
গত ৭ ফেব্রুয়ারি নির্বাচনের দিন সাতকানিয়া উপজেলার খাগরিয়া, বাজালিয়া, নলুয়া, সোনাকানিয়াসহ কয়েকটি ইউনিয়নে সহিংসতার ঘটনা ঘটে। প্রকাশ্য গোলাগুলিতে লিপ্ত হন বিভিন্ন প্রার্থীর সমর্থকরা। বাজালিয়া ইউনিয়নে এক চেয়ারম্যান প্রার্থীর পক্ষে গিয়ে গোলাগুলিতে প্রাণ হারিয়েছেন আবদুস শুক্কুর নামে বহিরাগত এক ব্যক্তি। নলুয়া ইউনিয়নে তাসিব নামে সপ্তম শ্রেণীর এক শিশুকে কুপিয়ে হত্যা করা হয়। খাগরিয়া ইউনিয়নের দুই কেন্দ্রে নৌকার প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক আকতার হোসেন ও সাবেক চেয়ারম্যান মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জসিম উদ্দিনের সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com