জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু বুধবার

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২২ । ২০:১৬ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২২ । ২০:১৬

সমকাল প্রতিবেদক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা বুধবার থেকে শুরু হবে। 

পরীক্ষার সূচি অনুযায়ী দুপুর ১টায় এই পরীক্ষা শুরু হবে। পরীক্ষার প্রথম দিনে আজ ইংরেজি আবশ্যিক বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সারাদেশে ৩১১ টি কেন্দ্রে ৮৫০টি কলেজে নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন মিলিয়ে মোট ৪ লাখ ৪৪ হাজার ৭৫৭ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেবে। 

পরীক্ষা অনুষ্ঠানের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। যেকোনো সমস্যার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শাখায় যোগাযোগের বিশ্ববিদ্যালয়ের পক্ষ মঙ্গলবার পাঠানো এক বিজ্ঞপ্তিতে আহ্বান জানানো হয়েছে।

সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে।


© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com