গানের তালে চলছিল নাচ, পিকআপ ভ্যান উল্টে আহত ২৫

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২২ । ২২:২৩ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২২ । ২২:২৭

ময়মনসিংহ প্রতিনিধি

খোলা পিকআপ ভ্যানে সাউন্ডবক্সে বাজছিল উচ্চ ভলিউমে গান। সেই গানের তালে নাচতে থাকে কিশোর দলটি। ভালোবাসা দিবস উদযাপন করতে পিকআপ ভ্যানে তারা নেত্রকোনার দূর্গাপুর যাচ্ছিল। কিন্তু ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গৌরীপুরের শিবপুর এলাকায় পিকআপ ভ্যানটি উল্টে আহত হন সবাই। তাদের মধ্যে ৯ জনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলো- আবু রায়হান, রুবেল মিয়া, জয় মিয়া, সাইফুল ইসলাম, রনি মিয়া, আবু সাঈদ, শাকিল মিয়া, রামিম মিয়া, জাহিদুল ইসলাম, শামি উদ্দিন, কামরুল মিয়া, হিটলু মিয়া, রেজাউল হক, তপু মিয়া, হুমায়ুন কবীর, বাছির শেখ, রোকন মিয়া, জুনায়িদ হাসান, মিলন মিয়া, জয়দুল মিয়া, আশিক, তোরাফ হোসেন, জুনায়েদ, ইমরান মিয়া ও রানা মিয়া।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের শিবপুর এলাকায় সকালে একটি পিকআপ ভ্যান উল্টে যায়। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন ২৫ জনকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখান থেকে গুরুতর অবস্থায় ৯ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ছাড়া তিন জনকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়েছে।

আহত সবার বয়স ১২ থেকে ১৮ বছর। তাদের বাড়ি গৌরীপুর উপজেলার দরিবৃ, বড়ভাগ, বৃবড়ভাগ, কিসমতবড়ভাগ, ভদ্রাশ্রম এলাকায়। 

আহতদের কয়েকজন জানায়, গৌরীপুরের ওই গ্রামগুলো থেকে সমবয়সী কিশোররা একত্রিত হয়ে নেত্রকোনার দূর্গাপুর বেড়াতে যাওয়ার জন্য দিন নির্ধারণ করে। সোমবার ভালোবাসা দিবস শেষ হলেও মঙ্গলবার তারা আনন্দ উদযাপন করার জন্য দূর্গাপুর যাচ্ছিল। তাদের পিকআপ ভ্যানটিতে দুটি বড় স্পিকার উচ্চ ভলিউমে বাজিয়ে তারা নাচানাচি করে যাচ্ছিল। কিন্তু সবাই এক সঙ্গে নাচানাচি শুরু করায় মাঝ রাস্তায় পিকআপটি উল্টে যায়। 

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. দেলোয়ার হোসেন বলেন, রাস্তার মাঝখানে পিকআপ ভ্যানটি উল্টে যায়। এতে পিকআপ ভ্যানে থাকা সবাই আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন তারা।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আবদুল হালিম সিদ্দকী বলেন, দুর্ঘটনা কবলিত পিকআপ ভ্যানটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ যানটি দিয়ে কিশোর দলটি বেড়াতে যাচ্ছিল। সাউন্ডবক্সে জোরে গানের সঙ্গে নাচানাচি শুরু করলে দুর্ঘটনাটি ঘটে। বড় ধরনের প্রাণহানির ঘটনাও হতে পারতো।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com