শেয়ার বিক্রির অনুমোদন পেলো পারটেক্স গ্রুপের স্টার এডহেসিভস

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২২ । ২২:৪৪ | আপডেট: ২০ এপ্রিল ২২ । ১৮:০৮

সমকাল প্রতিবেদক

পারটেক্স গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান স্টার এডহেসিভস কোম্পানি স্বল্প মূলধনী কোম্পানি (এসএমই) হিসেবে শেয়ারবাজার থেকে মূলধন উত্তলনের অনুমতি পেয়েছে। কোম্পানিটি অভিহিত মূল্য ১০ টাকা দরে ৫০ লাখ শেয়ার বিক্রি করে পাঁচ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে।

মঙ্গলবার শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

বর্তমানে স্টার এডহেসিভস কোম্পানির পরিশোধিত মূলধন ১৫ কোটি টাকা। ২০২০ সালের জুনেও কোম্পানিটির পরিশোধিত মূলধন ছিল মাত্র ২০ লাখ টাকা। গত বছরের ৩১ মার্চ থেকে ২০ জুনের মধ্যে বোনাস শেয়ার ও নগদ মূল্যে শেয়ার ইস্যু করে ১৪ কোটি ৮০ লাখ টাকার মূলধন বাড়ানো হয়।

গত ৩০ জুন ২০২১ সমাপ্ত হিসাব বছরে স্টার এডহেসিভস কোম্পানি পণ্য বিক্রি থেকে ৪১ কোটি ২৪ লাখ টাকা আয় করেছিল। নানা খরচ ও কর প্রদান শেষে নিট মুনাফা হয়েছিল ২ কোটি ৬৯ লাখ টাকা। শেয়ার প্রতি আয় (ইপিএস) অর্জিত হয়েছে ৬ টাকা ০৫ পয়সা। এর শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ১২ টাকা ৫৬ পয়সা।

কোম্পানিটি মূলত আসবাব, চামড়া, প্লাস্টিক, রং প্রস্তুত শিল্পে ব্যবহূত আঠা প্রস্তুত ও বিপণন করে থাকে।

এ কোম্পানিটির শেয়ার বিক্রি হবে কোয়ালিফাইড ইনভেস্টরস অফার (কিউআইও) পদ্ধতিতে। এ পদ্ধতি অনুযায়ী শেয়ারবাজারের বিনিয়োগ মূল্য ১ কোটি টাকা বা তার বেশি বিনিয়োগ আছে, এমন ব্যক্তি ও প্রতিষ্ঠান এ কোম্পানির প্রাইমারি শেয়ার কেনার সুযোগ পাবে।

তবে কোম্পানিটি এসএমই প্লাটফর্মে তালিকাভুক্তির পর প্রথম তিন বছর কোনো বোনাস লভ্যাংশ দিতে পারবে না মর্মে শর্ত দিয়েছে বিএসইসি।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com