শেষ মুহূর্তে নূরুল হুদা কমিশন বদলি করে গেছে ১৮ কর্মকর্তাকে

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২২ । ২৩:৫৩ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২২ । ২৩:৫৩

সমকাল প্রতিবেদক

সাবেক সিইসি কে এম নূরুল হুদা

শেষ কর্মদিবসে ১৮ কর্মকর্তাকে বদলির আদেশ দিয়ে গেছে কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)। সোমবার এ সিদ্ধান্ত নেওয়া হলেও আদেশ জারি হয়েছে মঙ্গলবার। বদলি হওয়া কর্মকর্তাদের বেশিরভাগই জেলা পর্যায়ের।

মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) সব কমিশনারের কক্ষের নামফলক সরিয়ে ফেলা হয়েছে। কক্ষগুলোতে এখন রং করা এবং ঘষামাজার কাজ চলছে। মঙ্গলবার নির্বাচন ভবনে গিয়ে এ চিত্র দেখা গেছে। ইসির ওয়েবসাইট থেকেও সিইসিসহ অন্য কমিশনারদের নাম সরিয়ে ফেলা হয়েছে।

সদ্য সাবেক সিইসির একান্ত সচিব একেএম মাজহারুল ইসলাম জানিয়েছেন, নতুন কমিশনারদের জন্য ইসি সচিবালয় প্রস্তুত হচ্ছে।

সোমবার ইসি সচিবালয় থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়ে রাতে সরকারি গাড়িতে করে বাসায় ফেরেন বিদায়ী কমিশনাররা। তাদের পৌঁছে দিয়ে গাড়িগুলো ইসি সচিবালয়ে ফেরত আসে। চালকরা গাড়ির চাবিও পরিবহন পুলে জমা দিয়েছেন। এ ছাড়া তাদের পরিবারের ব্যবহারের জন্য যে প্রাইভেট কার ব্যবহার করতেন, তাও ইসি সচিবালয়ে ফিরিয়ে আনা হয়েছে।

ইসি কার্যালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, বর্তমানে তারা দাপ্তরিক দায়িত্ব পালন করছেন। অনেকগুলো সিদ্ধান্ত ঝুলে ছিল। সোমবার গভীর রাত পর্যন্ত কাজ করে তা শেষ করা হয়েছে। এখন সেই অর্থে কোনো কাজ নেই।

তিনি বলেন, কমিশন সদস্যদের মেয়াদ শেষ করার পর সরকারি সুযোগ-সুবিধা পাবেন না, এটাই স্বাভাবিক। এজন্য তাদের গাড়ি সচিবালয়ের নিয়ন্ত্রণে চলে এসেছে।

কমিশনের নতুন সদস্যদের বরণ করতে ইসি সচিবালয় অপেক্ষার কথা জানিয়ে অশোক কুমার বলেন, আগের নামফলক সরিয়ে ফেলা হয়েছে। নতুনদের বরণে ইসি সচিবালয় অপেক্ষা করছে।

১৮ কর্মকর্তাকে বদলি: ইসি সূত্র জানিয়েছে, কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন কমিশন সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত অফিস করে দুই শতাধিক ফাইলে স্বাক্ষর করেছে। এর বেশির ভাগই ইউনিয়ন পরিষদের গেজেট প্রকাশ সংক্রান্ত। এ ছাড়া নির্বাচন কর্মকর্তাদের বদলি, ঢাকা জেলার অন্তর্ভুক্ত হযরতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গণনা, ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএম সংরক্ষণ, ইসির কর্মকর্তাদের আপ্যায়ন সংক্রান্ত ফাইলও রয়েছে। অফিস শেষ করে সন্ধ্যার পরে তারা আনুষ্ঠানিক বিদায় নেন।

কমিশনারদের সিদ্ধান্তগুলো বাস্তবায়নে ইসি সচিবালয়ের কর্মকর্তারা সোমবার রাত ১১টা পর্যন্ত অফিস করেছেন বলে জানা গেছে। 

ইসির যেসব কর্মকর্তা বদলি হয়েছেন তাদের মধ্যে যশোরের জেলা নির্বাচন কর্মকর্তা বগুড়ায়, কুষ্টিয়ার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা যশোরে, সিলেট আঞ্চলিক কার্যালয়ের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কুষ্টিয়ায়, নাটোরের জেলা নির্বাচন কর্মকর্তা ইসি সচিবালয়ে সিনিয়র সহকারী সচিব, দিনাজপুরের জেলা নির্বাচন কর্মকর্তা নাটোরে, ভোলার জেলা নির্বাচন কর্মকর্তা মাদারীপুরে, পটুয়াখালীর জেলা নির্বাচন কর্মকর্তা ভোলায়, মাদারীপুরের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, নরসিংদীর জেলা নির্বাচন কর্মকর্তা নোয়াখালীতে, নোয়াখালীর জেলা নির্বাচন কর্মকর্তা নরসিংদীতে বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা সাতক্ষীরায়, বরিশাল আঞ্চলিক কার্যালয়ের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বাগেরহাটে, সাতক্ষীরা জেলা নির্বাচন কর্মকর্তাকে ইসি সচিবালয়ে সিনিয়র সহকারী সচিব পদে যোগ দেওয়ার জন্য বলা হয়েছে। 

এদিকে মঙ্গলবার এক আদেশে ইসি সচিবালয়ের পাঁচজন ব্যক্তিগত কর্মকর্তার দপ্তর বদল হয়েছে। 

জানা গেছে, ১৪ ফেব্রুয়ারি বদলিকৃত কর্মকর্তাদের ১৬ ফেব্রুয়ারি কর্মস্থল থেকে অবমুক্ত হতে বলা হয়েছে। অন্যথায় ১৭ ফেব্রুয়ারি তারা তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হবেন বলে আদেশে বলা হয়েছে।


© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com