
ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা সদর দপ্তরের কাছে কালো ধোঁয়া
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২২ । ১৮:০৩ | আপডেট: ০২ মার্চ ২২ । ২১:২৫
অনলাইন ডেস্ক

বিবিসি অনলাইনে প্রকাশিত ছবি
ইউক্রেনের রাজধানী কিয়েভস্থ দেশটির প্রতিরক্ষা গোয়েন্দা সদর দপ্তরের কাছে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। বৃহস্পতিবার বিবিসি অনলাইনে ইউক্রেনে রুশ হামলার লাইভ আপডেটে এই তথ্য জানানো হয়।
বিবিসি জানিয়েছে, প্রতিরক্ষা গোয়েন্দা সদর দপ্তরের পাশের এক ভবনের বড় ধরনের আগুন থেকে ওই ধোঁয়া উড়তে ছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা ইউফর্ম পরা লোকজনকে আগুনে ব্যাগ ছুড়তে দেখেছেন। প্রতিরক্ষা গোয়েন্দা সদর দপ্তরের কোনো ক্ষতি হয়নি।
এর আগে বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৬টার আগে টেলিভিশনে দেওয়া আকস্মিক এক ভাষণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের দোনবাস অঞ্চলে ‘সামরিক অভিযানের’ ঘোষণা দেন। এ দিকে রুশ হামলায় এখন পর্যন্ত নিজেদের ৮ বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন।
© সমকাল ২০০৫ - ২০২২
ভারপ্রাপ্ত সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ | ই-মেইল: samakalad@gmail.com