
ইউক্রেনে ৫ থেকে ৬ হাজার রুশ সেনা নিহত, দাবি যুক্তরাষ্ট্রের
প্রকাশ: ১০ মার্চ ২২ । ১১:১৩ | আপডেট: ১০ মার্চ ২২ । ১১:১৩
অনলাইন ডেস্ক

ছবি: রয়টার্স
ইউক্রেনে হামলা শুরুর পর থেকে আনুমানিক পাঁচ-ছয় হাজার রুশ সেনা নিহত হয়েছে বলে দাবি করছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।
যুক্তরাষ্ট্রের টেলিভিশন সিবিএসকে এ তথ্য জানান কর্মকর্তারা। খবর বিবিসির।
খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ধারণা করছেন, ইউক্রেনে প্রথম দুই সপ্তাহের যুদ্ধে রাশিয়ার অন্তত পাঁচ থেকে ছয় হাজার সেনা নিহত হয়েছে।
যুদ্ধে আহত সেনাদের সংখ্যা আনুমানিক ১৫ থেকে ১৮ হাজার। নিহতদের চেয়ে আহত সেনাদের সংখ্যা প্রায় তিনগুণ।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, এ অনুমান প্রমাণ করে, রুশ বাহিনী উল্লেখযোগ্য ক্ষতির শিকার হয়েছে।
যদিও ইউক্রেনের দাবি, যুদ্ধে ১২ হাজারের মতো রুশ সেনাকে হত্যা করা হয়েছে।
তবে রাশিয়া জানিয়েছিল, যুদ্ধে পাঁচশ’র মতো সেনা প্রাণ হারিয়েছে।
২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের দোনবাস অঞ্চলে সামরিক অভিযানের নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকে ইউক্রেনের বিভিন্ন শহরে রুশ সেনারা লড়াই চালিয়ে যাচ্ছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com