ড্রেসিংরুমে মেজাজ হারালেন নেইমার-দোন্নারুমা

প্রকাশ: ১০ মার্চ ২২ । ২০:৫৯ | আপডেট: ১০ মার্চ ২২ । ২০:৫৯

স্পোর্টস ডেস্ক

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদের মাঠে গিয়ে ৩-১ গোলে হেরেছে পিএসজি। প্রথমার্ধে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে হ্যাটট্রিক করেছেন করিম বেনজেমা। দুই লেগ মিলিয়ে দলকে ৩-২ গোলের জয় এনে দিয়েছেন। দলকে তুলে নিয়েছেন ইউরোপ সেরার লড়াইয়ের কোয়ার্টার ফাইনালে।

চ্যাম্পিয়নস লিগের পাওয়ার র‍্যাংকিংয়ে সেরা চারে ছিল পিএসজি। লিওনেল মেসি, নেইমার জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পের আক্রমণ নিয়ে আসরের ফেবারিট ছিল তারা। ম্যাচ হারার পর ড্রেসিংরুমে ফিরে নিজেদের মেজাজ ধরে রাখতে পারেননি নেইমার ও দোনারুম্মা। মার্কার খবর, ড্রেসিংরুমে উত্তপ্ত বাক্য বিনিময় করেছে পিএসজির দুই তারকা। ম্যাচ হারায় একে অপরকে দোষারুপ করছেন তারা। 

ম্যাচের ৬১ মিনিটে রিয়ালের সমতা আনা গোলে পুরোপুরি দোন্নারুমার দোষ দেখছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। অন্যদিকে ম্যাচে নেইমারের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলেছেন পিএসজি গোলরক্ষক। ইতালিয়ান তারকার মতে, লুকা মদ্রিচের পাস থেকে আসা রিয়ালের দ্বিতীয় গোলটির পেছনে দায় আছে নেইমারের। যদিও অঘটন এড়াতে একসময় তাদের ড্রেসিংরুমে আলাদা করেও রাখা হয়েছিল।

এছাড়াও বুধবার রাতের ওই ম্যাচে রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পিএসজির সভাপতি নাসের আল খেলাইফি ও কোচ মাউরিসিও পচেত্তিনো। ম্যাচ শেষে রেফারির কক্ষের সামনে গিয়ে শোরগোল করেছেন পিএসজির কাতারি প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি। এছাড়া অ্যাসিস্ট্যান্ট রেফারির এক উপকরণও ভেঙেছেন। ম্যাচ রেফারিরা এমনই রিপোর্ট দিয়েছেন।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com