
সমমর্যাদা না পেলে নারী-পুরুষের বৈষম্য দূর হবে না: নজরুল ইসলাম খান
প্রকাশ: ১১ মার্চ ২২ । ০০:৪৭ | আপডেট: ১১ মার্চ ২২ । ০০:৪৭
সমকাল প্রতিবেদক

সমমর্যাদা না পেলে নারী-পুরুষের বৈষম্য দূর হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
তিনি বলেন, ‘শিক্ষা সমান সমান করতে হবে। তাহলে মর্যাদা সমান হবে। উপার্জন বাড়াতে হবে তাহলেও মর্যাদা সমান হবে। যতক্ষণ পর্যন্ত মর্যাদা সমান না হবে, ততোক্ষণ পন্তর্য নারী-পুরুষের বৈষম্য দূর হবে না।’
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে ‘রুখে দাও নারী-পুরুষের বৈষম্য’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান আরও বলেন, ‘এই অবস্থায় এমন একটি দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করতে হবে যে সরকারের জনগনের কাছে জবাবদিহিতা থাকবে। যদি কোনো নারী নির্যাতনের শিকার হন, স্কুলে যাওয়ার সময় কোন ছাত্রী ইভটিজিংয়ের শিকার হন... এর জন্য সরকারকে জবাবদিহি করতে হবে ‘
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ফোরামের আহ্বায়ক সেলিমা রহমানের সভাপতিত্বে এবং নির্বাহী কমিটির সদস্য ও ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর পরিচালনায় আরও বক্তব্য রাখেন রাষ্ট্র বিজ্ঞানী ড.দিলারা চৌধুরী, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তাজমেরী এস ইসলাম, সাবেক সংসদ সদস্য রাশেদা বেগম হিরা, বিলকিস ইসলাম।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com