ইউক্রেনে পরমাণু গবেষণা কেন্দ্রে ফের হামলা চালিয়েছে রাশিয়া

প্রকাশ: ১১ মার্চ ২২ । ১০:১৫ | আপডেট: ১১ মার্চ ২২ । ১০:২৭

অনলাইন ডেস্ক

গত সপ্তাহে জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্রে হামলা চালায় রুশ বাহিনী

চলমান সামরিক অভিযানের মধ্যেই রাশিয়ান সেনাদের বিরুদ্ধে আবারও পরমাণু গবেষণা কেন্দ্রে হামলা চালানোর অভিযোগ করেছে ইউক্রেন। একইসঙ্গে মস্কো পারমাণবিক সন্ত্রাসবাদ চালাচ্ছে বলেও অভিযোগ করেছে দেশটি।

শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ইউক্রেনের রাষ্ট্রীয় পারমাণবিক নিয়ন্ত্রক পরিদর্শক সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার রাতে ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে অবস্থিত ওই পারমাণবিক স্থাপনায় হামলা চালায় রুশ সামরিক বাহিনী। রুশ সেনাদের কামানের গোলাবর্ষণের কারণে পরমাণু গবেষণা কেন্দ্রটির বিদুৎ চলে যায় এবং এতে করে সেটি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে।

বিবিসি বলছে, পরমাণু গবেষণা কেন্দ্রে রুশ বাহিনীর এই হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া এ ঘটনায় রাশিয়াও এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।

এর আগে গত ৩ মার্চ ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্র দখল করে নেয় রুশ বাহিনী। দখলের আগে রুশ সেনাদের হামলায় পরমাণু কেন্দ্রটি ক্ষতিগ্রস্ত হয় বলে অভিযোগ করেছে ইউক্রেন।

এছাড়াও বৃহস্পতিবার জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা আইএইএ বলেছে, রাশিয়ার সামরিক বাহিনীর দখল করে নেওয়া ইউক্রেনের চেরনোবিল পরমাণু কেন্দ্রের তেজস্ক্রিয় বর্জ্য সুবিধার সাথে ইউক্রেনীয় কর্তৃপক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে তাদের জানানো হয়েছে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com