
৭ হলে 'শিমু' আর ২০ হলে ‘গুণিন’
প্রকাশ: ১১ মার্চ ২২ । ০০:০০ | আপডেট: ১১ মার্চ ২২ । ১৩:৪৬ | প্রিন্ট সংস্করণ
আনন্দ প্রতিদিন প্রতিবেদক

করোনার প্রাদুর্ভাব কমায় এখন প্রতি সপ্তাহে প্রেক্ষাগৃহে নতুন নতুন সিনেমা আসছে। আজ মুক্তি পেলো রুবাইয়াত হোসেন পরিচালিত 'শিমু' ও গিয়াস উদ্দিন সেলিমের 'গুণিন' ছবি দুটি।
দৃঢ়চেতা নারী পোশাক শ্রমিকদের সংগ্রাম ও সাফল্যের গল্প বলা হয়েছে 'শিমু' ছবিতে। শ্রমিকনেত্রী ডালিয়া আক্তারের জীবনের সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত ছবিতে অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু, নভেরা রহমান, দীপান্বিতা মার্টিন, পারভীন পারু, মায়াবি মায়া, মোস্তফা মনোয়ার প্রমুখ।
ছবিটি দুটি অতিথি চরিত্রে অভিনয় করেছেন মিতা চৌধুরী ও ভারতের শাহানা গোস্বামী। ইতোপূর্বে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ছবিটি। দেশের ৭টি প্রেক্ষাগৃহে আজ থেকে দেখা যাবে ছবিটি।
অন্যদিকে হাসান আজিজুল হকের ছোটগল্প গুণিন থেকে নেওয়া হয়েছে 'গুণিন' ছবির গল্প। আপন দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব ও ত্রিভুজ প্রেম ছবির মূল উপজীব্য।
প্রধান দুই চরিত্রে দেখা যাবে শরিফুল রাজ ও পরীমণিকে। এর নাম চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। সেসঙ্গে দিলারা জামান, ইরেশ যাকের, মোস্তফা মনোয়ার, শিল্পী সরকার অপু, ঝুনা চৌধুরীসহ আরও অনেককেই দেখা যাবে ছবিতে।
চরকি প্রযোজিত এ ছবিটি আজ দেশের ২০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com