
ফেসবুকের মন্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-যুবদলের সংঘর্ষ, আহত ৮
প্রকাশ: ১১ মার্চ ২২ । ১৩:১৭ | আপডেট: ১১ মার্চ ২২ । ১৩:১৭
জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে ফেসবুকে মন্তব্য করাকে কেন্দ্র করে ছাত্রদল ও যুবদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের জয়পুরহাট ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে জয়পুরহাটে বিএনপির দলীয় কার্যালয়ে সামনে দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এছাড়া আহত বাকি পাঁচজন জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি রয়েছে। তারা হলেন- যুবদল নেতা রাজীব আহম্মেদ, আইজুল ইসলাম, জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আহাদ হোসেন, অপর যুগ্ম আহবায়ক সাগর চৌধূরী ও জয়পুরহাট শহর ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহরিয়ার কবীর তামীম।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে জয়পুরহাট জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা কর্মীরা বসে ছিলেন। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ফেক আইডি থেকে কমেন্ট করাকে কেন্দ্র করে বিএনপির ফয়সাল আলীম গ্রুপ এবং আদনান গ্রুপের যুবদলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় যুবদল ও ছাত্রদলের ৮ জন নেতাকর্মী ছুরিকাঘাতে ও রেললাইনের পাথর ছোড়াছুড়িতে গুরুতর আহত হয়।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান জানান, দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে পুলিশ। তবে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় কোনো পক্ষই এখন পর্যন্ত থানায় অভিযোগ দায়ের করেনি।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com