
২৩ ঘণ্টা পর খুলনার দুই পাটকল শ্রমিক নেতাকে ছেড়ে দিয়েছে পুলিশ
প্রকাশ: ১১ মার্চ ২২ । ১৯:২০ | আপডেট: ১১ মার্চ ২২ । ১৯:২০
খুলনা ব্যুরো

ফাইল ছবি
প্রায় ২৩ ঘণ্টা পর খুলনার খালিশপুর ও দৌলতপুর জুট মিল যৌথ কারখানা কমিটির সভাপতি মনির হোসেন ও সাধারণ সম্পাদক আলমগীর কবীরকে ছেড়ে দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর খালিশপুর থানা পুলিশ পিপলস গেট এলাকা থেকে তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়। পরে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাদের ছেড়ে দেওয়া হয়।
খালিশপুর থানার ওসি কামাল হোসেন খান বলেন, জিজ্ঞাসাবাদের জন্য তাদের ২ জনকে থানায় আনা হয়েছিলো। তারা খালিশপুর শিল্পাঞ্চলে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ রয়েছে। সে বিষয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সন্ধ্যায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
পাটকল শ্রমিকদের অভিযোগ, বকেয়া টাকা প্রদানের দাবিতে শুক্রবার বিকালে খালিশপুরে পাটকল শ্রমিকদের বিক্ষোভ মিছিলের কর্মসূচি রয়েছে। এই কর্মসূচি ঠেকাতে তাদেরকে আটক করা হয়।
খুলনা ছাত্র ফেডারেশনের আহ্বায়ক আল আমিন বলেন, বিকাল ৪টা থেকে আমরা থানার সামনে অবস্থান করছি। সাড়ে ৬টার দিকে তাদের ছাড়া হয়েছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com