
অমর একুশে গ্রন্থমেলা
বাজছে বিদায়ের সুর
প্রকাশ: ১৫ মার্চ ২২ । ০০:০০ | আপডেট: ১৫ মার্চ ২২ । ০২:২৪ | প্রিন্ট সংস্করণ
লতিফুল ইসলাম ও মাযহারুল ইসলাম রবিন

ফাগুনের শেষে এসে অমর একুশে বইমেলার প্রাঙ্গণজুড়ে বাজছে বিদায়ের সুর। আর মাত্র দুই দিন পরেই শেষ হবে বইমেলা। শেষদিকে এসে মেলায় বাড়ছে ভিড়। গতকাল সোমবার মেলায় পাঠকের হাতে তাদের পছন্দের বই তুলে দিতে ব্যস্ত সময় পার করেছেন বিক্রয়কর্মীরা। মেলার লেকপাড়ে জমেছিল আড্ডা। বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের পদচারণায় মুখর ছিল মেলা প্রাঙ্গণ। লেখক-পাঠকের মধ্যেও জমেছিল আড্ডা।
মেলা ঘুরে দেখা যায় আগামী, বাতিঘর, মাওলা ব্রাদার্স, কথাপ্রকাশ, ঐতিহ্য, অন্যপ্রকাশ প্রভৃতি প্রকাশনীর প্যাভিলিয়ন ও স্টলে ক্রেতার উপচে পড়া ভিড়। ছোট প্রকাশনীগুলোতেও ছিল প্রচুর ক্রেতার আনাগোনা।
মেলার শুরু থেকে এ পর্যন্ত কেমন বই বেচাবিক্রি হয়েছে- জানতে চাইলে অনন্যা প্রকাশনীর সাহাদাত হোসাইন বলেন, গত বছর তো মেলা একরকম হয়নি বললেই চলে। সে তুলনায় এবার একটু সময় বেশি পেয়েছি। গত বছরের তুলনায় বিক্রিও তাই অনেক ভালো হয়েছে। তবে ফেব্রুয়ারির পর যে সময়টা পেয়েছি, এই সময়টাতে আশানুরূপ সাফল্য পাইনি।
অন্যপ্রকাশের স্টল ইনচার্জ তাওহিদুল ইসলাম বলেন, আমাদের প্রকাশনী ছেপে থাকে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের বেশিরভাগ বই। তাই স্বভাবতই আমাদের স্টলে হুমায়ূনপ্রেমীদের ভিড় লেগেই থাকে। বেচাবিক্রিও হয় অনেক ভালো। গত বছরের তুলনায় তো সেটা এবার আরও ভালো হয়েছে। কারণ, গত বছর একরকম অগোছালো মেলা হয়েছিল।
ঢাকা কলেজের আরবি বিভাগের শিক্ষার্থী হাসান আলি এসেছেন বইমেলায়। কিনেছেন শারমিন আহমদের লেখা 'নেতা ও পিতা' বইটি। মেলা শেষের অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, শুরু থেকে এ পর্যন্ত প্রথমবারের মতো মেলায় এসেছি। আমার এত কাছে মেলা হচ্ছে, কিন্তু এত দিন আসিনি। কারণ, লক্ষ্য ছিল শেষদিকে এসে একবারেই কিনে নিয়ে যাব নিজের পছন্দের বইগুলো। তাই আজ এলাম। তালিকার বইগুলো একটা একটা করে কিনব।
নতুন বই :গতকাল সোমবার অমর একুশে বইমেলার ২৮তম দিনে মেলা চলে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত। নতুন বই এসেছে ৭৬টি। এর মধ্যে রয়েছে- ফরহাদ খানের 'স্মৃতিমেদুর যত গল্প-কথা' (কুষ্টিয়া প্রকাশন), মো. মাহবুবুর রহমানের 'বঙ্গবন্ধুর শাসনামল :১৯৭২-১৯৭৫' (সুবর্ণ), ইমতিয়ার শামীমের 'শান্ত নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সন্ত্রাস' (পেন্ডুলাম), বরেন চক্রবর্তীর 'বৈশ্বিক প্রেক্ষাপটে রবীন্দ্রচিত্রকলা' ও শোয়েব সর্বনামের সাক্ষাৎকার বিষয়ক বই 'শাওনের বয়ানে হুমায়ূন' (অবসর), মো. ফুয়াদ আল ফিদাহর অনুবাদগ্রন্থ 'ত্রিরত্ন', আফলাতুন নাহার শিলুর কাব্যগ্রন্থ 'সুগন্ধের পদচিহ্ন' ইত্যাদি।
আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান :বিকেল ৪টায় বইমেলার মূল মঞ্চে 'ড. মুহম্মদ শহীদুল্লাহ্ :বাংলা ভাষা ও সাহিত্যের আলোকবর্তিকা' শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন হাকিম আরিফ। 'মুহম্মদ এনামুল হক :জীবন ও সৃজন' শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন সৌরভ সিকদার। আলোচনায় অংশ নেন আনোয়ারুল হক, ললিতা রানী বর্মণ ও মাসুদ রহমান। সভাপতিত্ব করেন সৈয়দ আজিজুল হক।
'লেখক বলছি' অনুষ্ঠানে নিজের বই নিয়ে আলোচনা করেন অনিকেত শামীম ও রেজাউদ্দিন স্টালিন। কবিতা পাঠ করেন কবি রুহুল মাহবুব, সাঈদ তপু, সাবেদ আল সাদ ও লুৎফর চৌধুরী।
আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী তারেক আলী, মাহফুজা আক্তার মিরা, আফরোজা কণা ও শাহীন। সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল সাংস্কৃতিক সংগঠন 'প্রাকৃতজন', অমিত হিমেলের পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন 'সমস্বর' এবং আবদুল্লাহ বিপ্লবের পরিচালনায় 'ঘাসফুল'-এর পরিবেশনা। যন্ত্রাণুষঙ্গে ছিলেন জয়প্রসাদ সিংহ রায় ও মো. মামুনুর রশিদ।
আজকের অনুষ্ঠান :আজ মঙ্গলবার অমর একুশে বইমেলার ২৯তম দিনে মেলা চলবে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত। বিকেল ৪টায় বইমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হবে 'ভাষাসংগ্রামী অজিত কুমার গুহ :জীবন ও কর্ম' শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন হাসান ইমাম মজুমদার। আলোচনায় অংশ নেবেন মোহাম্মদ জয়নুদ্দীন ও রাজীব সরকার। সভাপতিত্ব করবেন বেগম আকতার কামাল। সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com