
পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
প্রকাশ: ১৭ মার্চ ২২ । ১৩:৪৭ | আপডেট: ১৭ মার্চ ২২ । ১৩:৪৭
লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শমসেরনগর সীমান্তে বিএসএফের গুলিতে রেজাউল (৩৫) নামে এক বাংলাদেশি যুবক নিহতের খবর পাওয়া গেছে। এ সময় তার সঙ্গে থাকা অপর যুবক বাবুল মিয়া (৩৪) আহত হয়েছেন। বুধবার ভোরে সীমান্তের মেইন পিলার ৮৬১ এর নিকট ঘটনাটি ঘটে।
জানা যায়, নিহত রেজাউল উপজেলার জগতবেড় ইউনিয়নের পূর্ব জগতবেড় গ্রামের মুনছুর আলীর ছেলে। আহত বাবুল মিয়া একই গ্রামের বেলাল মিয়ার ছেলে। মরদেহ ও আহত ব্যক্তি ভারতের অভ্যন্তরে রয়েছে।
এ ব্যাপারে ৬১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল শাহরিয়ার সাংবাদিকদের জানান, বিভিন্ন মাধ্যমে তারা বিষয়টি শুনেছেন। নিহত ও আহত ব্যক্তি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com