ট্রেনের ছাদে ভ্রমণ, হার্ডিঞ্জ ব্রিজে ধাক্কা লেগে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশ: ১৭ মার্চ ২২ । ১৬:০৯ | আপডেট: ১৭ মার্চ ২২ । ১৬:১১

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

মাহবুব ইসলাম আদর

ট্রেনের ছাদে ভ্রমণের সময় দুর্ঘটনায় মাহবুব ইসলাম আদর নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। কুষ্টিয়া থেকে ঢাকা ফেরার পথে পাকশি হার্ডিঞ্জ ব্রিজের লোহার রডের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই  তিনি মারা যান।

মাহবুব ইসলাম আদর মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের (২০১৯-২০২০ সেশন) শিক্ষার্থী । তিনি বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মহসিন হলের শিক্ষার্থী ছিলেন।

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রাব্বানী এ তথ্য নিশ্চিত করেছেন।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com