রাবিতে ১০ দিনব্যাপী ‘মুজিববর্ষ গ্রন্থ উৎসব’ শুরু

প্রকাশ: ১৭ মার্চ ২২ । ১৮:১৮ | আপডেট: ১৭ মার্চ ২২ । ১৮:১৮

রাবি প্রতিনিধি

মুজিববর্ষ গ্রন্থ উৎসব

জাতীয় শিশু দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১০ দিনব্যাপী বইমেলা ‘মুজিববর্ষ গ্রন্থ উৎসব’ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার এর উদ্বোধন করেন।

এটি চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত। উৎসবটির আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরণ ফাউন্ডেশন।

উপাচার্য গোলাম সাব্বির সাত্তার বলেন, বঙ্গবন্ধুর জীবনাদর্শ বিশ্ববাসী জানুক এটা আমরা চাই। এখানে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা অনেক বই রয়েছে। যারা বঙ্গবন্ধু সম্পর্কে জানতে চান, তাদের এই বইমেলা উৎসাহ যোগাবে।

তিনি বলেন, নবজাগরণ ফাউন্ডেশন সমাজের সুবিধাবঞ্চিত এবং পশ্চাদপর মানুষের জন্য কাজ করে। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। বই মানুষকে আলোর পথ দেখায়। বই মানুষকে স্বাধীনতাকামী, আদর্শ মানুষ হতে শেখায়। যত বেশি বই পড়বে, তত বেশি জ্ঞানী হবে। সবকিছুর শেষ আছে, জ্ঞানের শেষ নেই। সেজন্য পড়তে হবে বেশি বেশি। শিক্ষার্থীদের মধ্যে জানার আগ্রহ তৈরি করতে হবে। এ জন্য বইমেলা খুবই চমৎকার একটি উদ্যোগ।

উদ্বোধন অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও অধ্যাপক সুলতান-উল-ইসলাম, প্রক্টর অধ্যাপক আসাবুল হক, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, ছাত্র উপদেষ্টা ড. তারেক নূরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

নবজাগরণ ফাউন্ডেশন সংগঠনটি সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পড়ানোর জন্য স্কুল পরিচালনা ও শিক্ষাসামগ্রী প্রদান, দুর্যোগকালে অসহায়দের সহযোগিতা, ঈদের সময় স্কুলের দরিদ্র শিক্ষার্থীদের ঈদবস্ত্র, শীতে শীতবস্ত্র প্রদানসহ নানা সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com