ভুট্টাক্ষেতে কাঁদছিল ফুটফুটে নবজাতকটি

প্রকাশ: ১৭ মার্চ ২২ । ১৯:১৩ | আপডেট: ১৭ মার্চ ২২ । ১৯:১৩

কিশোরগঞ্জ অফিস

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার একটি ভুট্টাক্ষেত থেকে সদ্য ভূমিষ্ঠ হওয়া ফুটফুটে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।

বুধবার দিবাগত রাতে উপজেলার জাফরাবাদ ইউনিয়নের জাল্লাবাদ গ্রামের মালির বাড়ির মোড় এলাকার আবুল কালামের ভুট্টাক্ষেত থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়।

এদিন রাত সাড়ে ৮টার দিকে শিশুর কান্নার আওয়াজ শুনে অটোরিকশাচালক মেনু মিয়াসহ স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে নবজাতকটিকে দেখতে পান। এরপর সেখান থেকে উদ্ধার করে পাশের বাড়ির কদবানু নামের এক নারী ওই নবজাতকের পরিচর্যা করেন। ভুট্টাক্ষেত থেকে নবজাতক উদ্ধারের ঘটনা জানার পর বিষয়টি থানায় অবহিত করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু সাদাৎ মো. সায়েম

খবর পেয়ে করিমগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন ঘটনাস্থলে গিয়ে নবজাতকটিকে উদ্ধার করেন।

এরপর উপজেলা সমাজসেবা অফিসার সাইফুল আলমের তত্ত্বাবধানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবজাতকটির শারীরিক পরীক্ষা সম্পন্ন করা হয়। এসময় নবজাতকের কোনো শারীরিক জটিলতা না থাকায় উপজেলা নির্বাহী অফিসার তসলিমা নূর হোসেনের নির্দেশে পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেনের পারিবারিক পরিচর্যায় রাখা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার তসলিমা নূর হোসেন জানান, নিরাপদ আশ্রয় ও পরিচর্যার জন্য নবজাতকটি উপজেলা শিশু কল্যাণ পরিষদের তত্ত্বাবধানে আছে। পরবর্তীতে স্থায়ীভাবে লালন-পালনের জন্য দত্তক নিতে আগ্রহীদের মধ্য থেকে যাচাই-বাছাই করে তার দত্তক দেয়া হবে।

উপজেলা সমাজসেবা অফিসার সাইফুল আলম জানান, কোনো দত্তক প্রার্থী না পাওয়া গেলে নবজাতকটিকে শিশু কল্যাণ পরিষদের শিশু পরিচর্যাকেন্দ্র ছোটমনি নিবাসে পাঠানো হবে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com